মু্ম্বই: জাতীয় পুরস্কারপ্রাপ্ত এবং ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জয়ী কিংবদন্তী অভিনেত্রী শর্মিলা ঠাকুর চান, তাঁর স্বামী, প্রাক্তন ক্রিকেট তারকা মনসুর আলি খান পতৌদির জীবন নিয়ে তৈরি হোক বায়োপিক। সেই ছবির জন্যে শর্মিলার পছন্দ রণবীর কপূর এবং আলিয়া ভট্ট।
শর্মিলার কাছে পতৌদির বায়োপিক সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, তাঁর স্বামীর জীবন নিয়ে বায়োপিক হোক তিনি সেটা ভীষণই চান। তবে শর্মিলা চান কোনও সঠিক পরিচালক, সমস্ত তথ্য গবেষণা করেই তবে এই ছবিটি তৈরি করুক। কারণ পতৌদির জীবনটা যথেষ্টই বর্ণময়, দাবি শর্মিলার। জীবনে একটা বড় দুর্ঘটনা ঘটে ছিল পতৌদির, তারপর তিনি হারান তাঁর বাবাকে, এরপর প্রতিবন্ধকতা নিয়ে অসাধারণ ক্রিকেট খেলেন নবাব মনসুর আলি খান পতৌদি। এই বর্ণময় জীবন দর্শকের সামনে আবার জীবন্ত হোক, একান্তভাবেই চান শর্মিলা। লাক্স গোল্ডেন রোজ অ্যাওয়ার্ডের মঞ্চে একথা জানান শর্মিলা।
আর সেই ছবির মুখ্য চরিত্রের জন্যে শর্মিলার পছন্দের অভিনেতা-অভিনেত্রীর কথা জানতে চাওয়া হলে তিনি বলেন অনেকটা টাইগারের মতো দেখতে কেউই তাঁর চরিত্রে অভিনয় করুক। তখনই রণবীর কপূরের নামটি উল্লেখ করেন তিনি। তবে অনস্ক্রিনে নিজের ভূমিকায় কোন অভিনেত্রীকে দেখতে চান শর্মিলা, জানতে চাওয়া হলে তিনি আলিয়া ভট্টের নাম বলেন।
পতৌদির বায়োপিক, অভিনয় করুক রণবীর-আলিয়া, চান শর্মিলা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Nov 2016 11:20 AM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -