মুম্বই: স্কুলে গিয়ে দুরন্তপনা কোন পড়ুয়া না করে। তা বলে ঘুমিয়ে পড়া! তাও আবার স্কুলের বাথরুমে লুকিয়ে! হ্যাঁ, এমনই নাকি কাণ্ড করতেন আলিয়া ভট্ট। শিশু দিবস উপলক্ষ্যে একটি অনুষ্ঠানে আলিয়া স্বীকার করেছেন, ছোটবেলায় স্কুলে ক্লাস চলাকালীন ঘুম পেলেই বাথরুমে চলে যেতেন তিনি। তারপর ঘুমিয়ে পড়তেন। এ জন্য তাঁকে শাস্তিও পেতে হয়েছে।


মুম্বইয়ের ধারাভি বস্তির কাগজকুড়ানি ছেলেমেয়েদের জন্য কাজ করা একটি স্বেচ্ছাসেবী সংস্থার ডাকে ওই অনুষ্ঠানে গিয়েছিলেন আলিয়া। তখনই স্কুলজীবনের সব মজাদার অভিজ্ঞতার কথা তিনি খুলে বলেন উপস্থিত ছেলেমেয়েদের।

‘ডিয়ার জিন্দেগি’-র নায়িকা বলেছেন, প্রতি সপ্তাহে তাঁকে স্কুলের ডেস্ক পরিষ্কার করতে হত। কারণ স্কুলের বাথরুমে গিয়ে তিনি লুকিয়ে লুকিয়ে ঘুমোতেন। একদিন শিক্ষিকা দেখে ফেলেন তাঁকে। শাস্তিস্বরূপ তাঁকে এক সপ্তাহের জন্য ডেস্ক পরিষ্কার করতে হয়। আলিয়ার এখন উপলব্ধি, ক্লাস চলাকালীন ঘুমিয়ে মোটেই ভাল করেননি তিনি। তাঁর পরামর্শ, ক্লাসে মোটেই ঘুমিও না, সে জন্য বাড়ি তো আছেই।

আলিয়ার আগামী ছবি ‘ডিয়ার জিন্দেগি’ মুক্তি পাবে ২৫ তারিখ। ওই ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন শাহরুখ খান ও অঙ্গদ বেদী। এছাড়াও তিনি কাজ করছেন বরুণ ধবনের বিপরীতে ‘বদ্রীনাথ কি দুলহনিয়া’ ছবিতে।