মুম্বই: ছিলেন কূটনীতিক, লড়েছেন রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব পদের জন্য। তাঁর প্রখর ইংরেজি পাণ্ডিত্যের হদিশ পেতে অভিধানের সাহায্য নিতে হয়। আর এবার তিরুঅনন্তপুরমের সেই স্বনামধন্য কংগ্রেস সাংসদ শশী থারুর কমেডি জগতে পা রাখলেন। ওয়েব সিরিজ ওয়ান মাইক স্ট্যান্ড-এর প্রথম সিজনে প্রায় ৮ মিনিট ধরে স্ট্যান্ডআপ কমেডি করলেন তিনি। তাঁর ইংরেজির মতই, অনায়াস স্বাচ্ছন্দ্যে।


বলা বাহুল্য, শশীর কমেডির বিষয় ছিল তাঁর ইংরেজি ভাষা। কখনও ঝামেলায় পড়লে টুইটারে তুখোর ইংরেজিতে নিজের অবস্থান ব্যক্ত করেন তিনি, যার মানে বোঝা সাধারণ মানুষের কর্ম নয়। এবার তাঁর কমেডি অনুষ্ঠানেও উঠে এল সেই বোমার মত ইংরেজি শব্দগুচ্ছ।


শশী থারুর ছাড়াও আরও বেশ কয়েকজন পরিচিত মুখকে এই অনুষ্ঠানে কমেডি শো করতে দেখা যাবে। এঁদের মধ্যে রয়েছেন অভিনেত্রী রিচা চাড্ডা, ইউটিউবার ভুবন বাম, কমেডিয়ান জাকির খান ও বিশাল দাদলানি।