কলকাতা: এবার পুজোয় (Durga Puja 2024) আসছে পথিকৃৎ বসু (Pathikrit Basu) পরিচালিত নতুন ছবি 'শাস্ত্রী'। প্রকাশ্যে এল ছবির পোস্টার। শনিবার, গণেশ চতুর্থীর শুভদিনে অফিসিয়াল পোস্টার এল প্রকাশ্যে। ক্যাপশনে লেখা, 'শাস্ত্রের বিধান, খণ্ডাবে শাস্ত্রী...'।
মুক্তির অপেক্ষায় 'শাস্ত্রী', প্রকাশ্যে পোস্টার
দুর্গাপুজো আসতে বিশেষ দেরি নেই। আর মাত্র এক মাস। এই সময়ে উৎসবের আমেজে থাকে যে রাজ্য, সেই বাংলা এখন ফুটছে প্রতিবাদের আগুনে। এই আবহেই প্রকাশ্যে এল 'শাস্ত্রী' ছবির পোস্টার। দেখা গেল মুখ্য চরিত্রদের লুক। পোস্টারে বাম দিক থেকে শুরু করলে রয়েছেন অনির্বাণ চক্রবর্তী, শাশ্বত চট্টোপাধ্যায়, মিঠুন চক্রবর্তী, সোহম চক্রবর্তী, দেবশ্রী রায়, রজতাভ দত্তকে দেখা গেল। দেবারতি মুখোপাধ্যায়ের ছোট গল্প অবলম্বনে তৈরি হয়েছে এই ছবি। নিসপাল সিং ও সোহম চক্রবর্তী নিবেদিত, সুরিন্দর ফিল্মস ও সোহমস এন্টারটেনমেন্ট অ্যান্ড ক্রিয়েটিভ সলিউশনস প্রযোজিত এই ছবির সঙ্গীত পরিচালনা করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। পোস্টারের নীচে আবছা অংশে একাধিক মানুষকে হাত তুলে কোনও একজনের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদনের ভঙ্গিতে দেখা যাচ্ছে।
ছবির পোস্টারে অনুরাগীদের অপেক্ষা ও ভালবাসা স্পষ্ট। একজন লেখেন, 'পুজোর সবথেকে বড় সিনেমা হতে চলেছে শাস্ত্রী।' আবার একজন লেখেন, 'ও গুরু, সুপারস্টার অফ ইন্ডিয়ান সিনেমা'। চলতি বছর জানুয়ারি মাসের শেষের দিকে শুরু হয় ছবির শ্যুটিং। পোস্টারে যাঁদের দেখা যাচ্ছে তাঁরা ছাড়াও অভিনয় করেছেন কাঞ্চন মল্লিক, সৌরসেনী মৈত্রও। এর আগে ছবি সম্পর্কে পাওয়া তথ্য অনুযায়ী, এই গল্পের মুখ্য চরিত্রের নাম পরিমল। এই ভূমিকাতেই দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে। খুব সাধারণভাবে জীবন কাটানো এই পরিমলের একটাই নেশা, লটারির টিকিট কাটা। তবে কখনওই লটারি জেতেন না তিনি। মিঠুনের স্ত্রী, সরলার ভূমিকায় দেখা যাবে দেবশ্রী রায়কে। ধীরে ধীরে, সময়ের সঙ্গে সঙ্গে আর্থিক পরিস্থিতি খারাপ হতে থাকে পরিমলের। ছেলেকে কলেজে ভর্তি করার জন্য, বাড়ি বিক্রি করে দিতে চায় স্ত্রী, কিন্তু সেই কথায় রাজি হতে পারে না পরিমল। মনের দুঃখে, মন্দিরে গিয়ে পরিমল ঠিক করে, সে আত্মহত্যা করবে। কিন্তু ঠিক সেই সময়েই, তার জীবন বদলে দেয় একটা চশমা! নাহ, কোনও সাধারণ চশমা নয় এটি। এই চশমা দিয়ে নাকি ভবিষ্যৎ দেখা যায়! তারপর? এই গল্প নিয়েই তৈরি 'শাস্ত্রী'। এর আগে যে পোস্টার প্রকাশ্যে এসেছিল, সেখানেও প্রাধান্য পেয়েছিল একটি চশমা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।