নয়াদিল্লি: ফের বড়পর্দায় কার্তিক আরিয়ান (Kartik Aaryan)। মুক্তি পেয়েছে 'শেহজাদা' (Shehzada)। কিন্তু প্রথম দিনের বক্স অফিস কালেকশন বলছে তেমন ভাল ব্যবসা করতে পারেনি এই ছবি। সম্প্রতি বক্স অফিসে ওঠা 'পাঠান' (Pathaan) ঝড়কে টেক্কা দিতে পারল কার্তিক-কৃতী জুটি? কত ব্যবসা হল প্রথম দিনে? 'ভুল ভুলাইয়া ২'-এর (Bhool Bhulaiyaa 2) থেকে এগিয়ে না পিছিয়ে রইল 'শেহজাদা'?
'শেহজাদা' ছবির প্রথম দিনের বক্স অফিস কালেকশন
১৭ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 'শেহজাদা'। ফের বড়পর্দায় জুটি বেঁধেছেন কার্তিক আরিয়ান ও কৃতী শ্যানন (Kriti Sanon)। তথ্য অনুযায়ী, প্রথম দিনে এই ছবি ৭ কোটি টাকার ব্যবসা করেছে মাত্র। কার্তিক আরিয়ানের নিজের সেরা প্রথম দিনের ব্যবসা করা ছবি 'ভুল ভুলাইয়া ২'-এর থেকে বহু পিছনে রয়ে গেল এই ছবি। রোহিত ধবনের পরিচালনায় তৈরি হয়েছে এই ছবি।
প্রাথমিক পরিসংখ্যান অনুযায়ী, ট্রেড ইনসাইডারদের মতে 'শেহজাদা' প্রথম দিনে ৭ কোটির আশেপাশে ব্যবসা করেছে। অন্যদিকে তাঁর হরর-কমেডি 'ভুল ভুলাইয়া ২' প্রথম দিনে ১৪ কোটি টাকার ব্যবসা করেছিল। ট্রেড অ্যানালিস্ট ও ফিল্ম সমালোচক তরণ আদর্শ পোস্ট করে লেখেন এই ছবি প্রথম দিনে 'পিভিআর'-এ ১.৪৭ কোটি টাকা, 'আইনক্স'-এ ৯২ লক্ষ, 'সিনেপলিস'-এ ৫৩ লক্ষের ব্যবসা করেছে, যার মোট দাঁড়ায় ২.৯২ কোটি টাকা।
অন্যদিকে, এই সপ্তাহে মুক্তি পেয়েছে হলিউড ছবি 'অ্যান্টম্যান অ্যান্ড দ্য ওয়াস্প: কোয়ান্টামানিয়া'। এই ছবি বরং বেশি ভাল ব্যবসা করছে। 'পিভিআর'-এ ২.৩৫ কোটি, 'আইনক্স'-এ ১.০৫ কোটি ও 'সিনেপলিস'-এ ৭৫ লক্ষের ব্যবসা, যার মোট হচ্ছে ৪.১৫ কোটি টাকা আয়। শুক্রবারের শুরুতে এই পরিসংখ্যান দিয়েছিলেন তরণ আদর্শ। মনে করা হচ্ছে দিনের শেষে সেই পরিমাণ বাড়বে আরও।
প্রসঙ্গত, 'শেহজাদা' ছবির ক্ষেত্রে প্রথম দিনে দর্শক আকর্ষণের জন্য একটি টিকিটের সঙ্গে একটি টিকিট বিনামূল্যেও দেওয়া হয়। অভিনেতা নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে 'বাই ওয়ান গেট ওয়ান ফ্রি' টিকিটের বার্তা দিয়েছিলেন। তা সত্ত্বেও লাভ হল না। প্রথম দিনের ব্যবসায় লক্ষ্মীলাভ হল না।
আরও পড়ুন: Farzi : দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও সমাদৃত শাহিদ কপূর, বিজয় সেতুপতির 'ফর্জি'
কার্তিক আরিয়ান ও কৃতী শ্যানন অভিনীত 'শেহজাদা' তেলুগু ছবি 'আলা বৈকুণ্ঠপুরমুলু'র হিন্দি রিমেক। সেই ছবিতে দেখা গিয়েছিল অল্লু অর্জুন ও পূজা হেগড়েকে। হিন্দি ছবিটি রোহিত ধবনের পরিচালিত। ছবিতে রয়েছেন পরেশ রাওয়াল, রণিত রায়, সানি হিন্দুজা, মণিষা কৈরালাও। 'লুকাছুপি' ছবির পর এই ছবিতে ফের জুটি বাঁধলেন কার্তিক ও কৃতী।