মুম্বই: আগামী ১৭ ফেব্রুয়ারি মুক্তি পাবে বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের (Kartik Aaryan) ছবি 'শেহজাদা' (Shehzada)। ইতিমধ্যেই ছবির ট্রেলার, টিজার ও বেশ কয়েকটি গান মুক্তি পেয়ে গিয়েছে। আর এবার প্রকাশ্যে এল 'শেহজাদা' ছবির টাইটেল ট্র্যাক (Shehzada Title Track)। সোনু নিগমের কণ্ঠে এই গানেই মজে নেট দুনিয়া।
'শেহজাদা' ছবির টাইটেল ট্র্যাক-
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে নিজের আগামী ছবি 'শেহজাদা'র টাইটেল ট্র্যাকটি পোস্ট করেছেন বলিউড হার্টথ্রব কার্তিক আরিয়ান। সঙ্গে লিখেছেন গানের কয়েকটা লাইনও। 'ম্যায় যো আ গয়া... ম্যায় অব না যাউঙ্গা... ম্যায় সব কা বন যাউঙ্গা শেহজাদা...' গানটিতে সুর দিয়েছেন প্রীতম। গানটি গেয়েছেন সোনু নিগম। নেট দুনিয়ায় মুক্তি পেতেই তাতে কমেন্টে ভরিয়েছেন নেটিজেনরা। কেউ লিখেছেন, 'সোনি নিগম স্যরের কোনও জবাব নেই। অসাধারণ একজন শিল্পী।' আবার কেউ লিখেছেন, 'শেহজাদার টাইটেল ট্র্যাকটি অসাধারণ লাগল। কী সুন্দর গান। সবথেকে প্রশংসনীয় কার্তিক আরিয়ানের চার্ম।' অভিনেতার কোনও অনুরাগী আবার লিখেছেন, 'কার্তিকের মিষ্টত্বই দারুণ মানিয়েছে এই গানের সঙ্গে।' এর আগে 'মুন্ডা সোনা হুঁ ম্যায়', 'ছেড়খানিয়া', 'মেরে সওয়াল কা', 'ক্যারেক্টার ঢিলা ২.০' গানগুলি মুক্তি পেয়েছে এই ছবির। আর প্রতিটা গানই নেট দুনিয়ায় দারুণ জনপ্রিয়তা পেয়েছে।
আরও পড়ুন - Happy Birthday Randhir Kapoor: কোন বিশেষ কারণে রণধীরকে ছেড়ে চলে গিয়েছিলেন ববিতা? রইল অজানা তথ্য
'শেহজাদা' ছবিতে কার্তিক আরিয়ানের বিপরীতে দেখা যাবে কৃতী শ্যাননকে। এই ছবি দিয়েই প্রথমবার চকোলেট বয় অবতার ছেড়ে অ্যাকশন স্টার অবতারে দেখা পাওয়া যাবে কার্তিকের। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন পরেশ রাওয়াল, মনীষা কৈরালা এবং আরও অনেকে। ছবির ট্রেলার মুক্তি পেয়েছে আগেই। 'শেহজাদা' ছবিটি মূলত তেলুগু ছবি 'আলা বৈকুন্ঠপুরামুলু'র হিন্দি রিমেক। তেলুগু ছবিটিতে অভিনয় করেছেন আল্লু অর্জুন এবং পূজা হেগড়ে। ট্রেলারে ধুমধাড়াকা অ্যাকশন করতে দেখা যাচ্ছে কার্তিককে। যা দেখে আরও উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরা। আল্লু অর্জুনের জুতোয় পা গলিয়ে দর্শকদের কতটা মন জিততে পারেন কার্তিক, এখন সেটাই দেখার। প্রসঙ্গত, ২০২২ সালটা অত্যন্ত ভালো এবং উল্লেখযোগ্য গিয়েছে কার্তিক আরিয়ানের। তাঁর অভিনীত সবকটি ছবিই দারুণ সাফল্য পেয়েছে। চলতি বছরও তাঁর একাধিক ছবি মুক্তি পাবে। 'শেহজাদা' ছাড়াও তাঁকে দেখা যাবে 'সত্যপ্রেম কি কথা', 'আশিকি ৩' এবং নাম ঠিক না হওয়া বেশ কিছু ছবিতে।