মুম্বই: সুশান্ত সিংহ রাজপুতকে নিয়ে 'প্যাডম্যান' ছবির পরিচালক আর বল্কির মন্তব্যে বিতর্কের ঝড়। সম্প্রতি তিনি মন্তব্য করেন, খারাপ-ভালো সব ক্ষেত্রেই আছে। সমস্যাও আছে। তবে আলিয়া, রণবীর এর থেকে ভাল অভিনেতা-অভিনেত্রী খুঁজে বের করে দেখাতে পারলে, তবেই স্বজনপোষণ নিয়ে তর্ক হোক।




তাঁর বক্তব্য, ‘‘তারকা সন্তানরা হয়তো প্রথম সুযোগ অনেক ক্ষেত্রে পায়, কিন্তু তার পরেও যোগ্যতাই শেষ কথা। ইন্ডাস্ট্রির যোগ্যতম শিল্পীদের ক্ষেত্রে নেপোটিজমের দোহাই না দেওয়াই ভাল’’।

এবার আর বল্কির মন্তব্যের কড়া প্রত্যুত্তর দিলেন শেখর কপূর। তিনি বলেন,  ‘‘আমি আপনাকে যথেষ্ট সম্মান করি। তা সত্ত্বেও বলছি, কাল রাতে আমি ‘কাই পো চে’ দেখলাম। তিন তরুণ প্রতিভাবান অভিনেতা। আর প্রত্যেকের অসাধারণ অভিনয়।’’

আর বল্কির মতের পাল্টা দিয়ে স্ক্রিন রাইটার অপূর্ব আশরানি বলেন, তাহলে কি মনোজ বাজপেয়ী, রাজকুমার রাও, ভিকি কৌশল,অমিত সাধ, জয়দীপ আহলাওয়াত, রসিকা দুজ্ঞল, স্বরা ভাস্কর,কঙ্গনা রানাউত, প্রিয়াঙ্কা চোপড়া, তাপসী পান্নু, বিদ্যা বালান,শ্বেতা ত্রিপাঠী, সঞ্জয় মিশ্র, দিব্যা দত্ত, নীনা গুপ্ত, মানব কউল, নওয়াজউদ্দিন সিদ্দিকি, আয়ুষ্মান খুরানা, রিচা চাড্ডা, পঙ্কজ ত্রিপাঠী, গজরাজ রাওরা ভাল অভিনেতা নন?



পরিচালক অনুভব সিংহ কিছুদিন আগে মন্তব্য করেন, নেপোটিজম শব্দটি এখন ‘ফ্যাশনেবল’ হয়ে গিয়েছে। ‘‘অভিষেক বচ্চনের ডেবিউয়ের সময়ে সকলে আশা করেছিলেন, আর একটা ‘জঞ্জির’ হতে চলেছে। সব স্টারকিডরাই কি সাফল্য পান?’’ প্রশ্ন তোলেন তিনি।