কলকাতা: ভারত বায়োটেকের করোনা টিকা কোভ্যাক্সিনের মানব শরীরে পরীক্ষা শুরু হল। প্রথম দফায় দেশজুড়ে ৩৭৫ জন স্বেচ্ছাসেবীর শরীরে এই টিকা প্রয়োগ করেছে তারা। ১৫ তারিখ থেকে এই পরীক্ষা শুরু হয়েছে।

ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া বা ডিজিসিআই দুটি সংস্থাকে টিকা তৈরির অনুমতি দিয়েছে। তাদের মধ্যে একটি ভারত বায়োটেক, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ বা আইসিএমআরের সঙ্গে হাত মিলিয়ে টিকা তৈরি করেছে তারা, অন্যটি তৈরি করছে বেসরকারি সংস্থা জাইডাসক্যাডিলা হেলথকেয়ার লিমিটেড, তারাও মানব শরীরে পরীক্ষা শুরু করেছে।

আইসিএমআর ডিরেক্টর বলরাম ভার্গব জানিয়েছেন, এই দুটি টিকাই ইঁদুর আর খরগোশের ওপর সফলভাবে পরীক্ষিত হয়েছে। ডিজিসিআইয়ের কাছে জমা দেওয়া হয় পরীক্ষার ফল। তারপর ছাড়পত্র মিলে যাওয়ায় এ মাসের শুরু থেকে শুরু হয়েছে মানব শরীরে পরীক্ষা।