সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলচে শার্লিন নিজেই এ খবর নিশ্চিত করেছেন। বুর্জ খলিফাতে ফ্ল্যাট কেনার ব্যাপারে জানাতে গিয়ে শার্লিন বলেছেন, আমার এক বন্ধু দুবাইতে থাকে। ও আমাকে বুঝিয়েছে যে, দুবাইয়ে আমার রিয়েল এস্টেটে লগ্নি করা দরকার। আমার সবদিনেরই স্বপ্ন যে, যে সব শহরে যাই, সেখানে আমার একটা অ্যাপার্টমেন্ট থাকুক। দুবাই আমার অন্যতম পছন্দের শহর।
শার্লিন ইনস্টাগ্রামে নিজের কিছু ছবিও শেয়ার করেছেন। এই ছবি বুর্জ খলিফাতেও তোলা হয়েছে। মনে করা হচ্ছ, ছবি শার্লিনের ফ্ল্যাটেই তোলা হয়েছে।
দেখে নেওয়া যাক, তাঁর ইনস্টাগ্রাম পেজে শেয়ার করা অন্য ছবি।
ওয়েবসাইটে তথ্য অনুসারে, বুর্জ খলিফাতে ২ বিএইচকে অ্যাপার্টমেন্টের দাম প্রায় ১৫ কোটি টাকা। যদিও শার্লিন তাঁর ফ্ল্যাটের দাম নিয়ে কোনও কথা বলেননি।