কলকাতা: বিশ্বজুড়ে রমরম করে চলছে সলমন খানের ছবি 'কিসি কি ভাই কিসি কি জান'। এরই মধ্য়ে প্রকাশ্য়ে এল নতুন খবর। জানাযাচ্ছে, কর্ণ জোহরের পরবর্তী ছবিতে অভিনয় করবেন বলিউডের ভাইজান (Salman Khan)। আর তার থেকেও বড় খবর, শোনাযাচ্ছে, এই ছবির পরিচালনা করবেন 'শেরশাহ' খ্য়াত পরিচালক বিষ্ণু বর্ধন। এমনটা সত্য়ি হলে দীর্ঘ ২৫ বছর পর একসঙ্গে কাজ করবেন কর্ণ জোহর ও সলমন খান (Salman Khan)। পাশাপাশি এও জানাযাচ্ছে যে, আগামী ঈদে মুক্তি পেতে পারে এই ছবি, এবং এই ছবি হতে চলেছে পুরোপুরি বিনোদনমূলক।
আরও পড়ুন...
Kisi Ka Bhai Kisi Ki Jaan box office collection: মাত্র ছয় দিনে ১৪০ কোটির ব্য়বসা করল সলমন খানের ছবি
প্রসঙ্গত, ৬ দিনে বিশ্বব্য়াপী ১৪০ কোটির ব্য়বসা করল সলমন খানের ছবি 'কিসি কি ভাই কিসি কি জান'।ফারহাদ সামজি পরিচালিত এই ছবির হাত ধরে চার বছর পর বড়পর্দায় ফিরলেন অভিনেতা সলমন খান (Salman Khan)। প্রথম দিন, শুক্রবার, ১৫.৮১ কোটি টাকার ব্যবসা করে এই ছবি।
আরও পড়ুন...
Morning Tea : ঘুম থেকে উঠতে না উঠতেই বেড টি চলে এল, খারাপ না ভাল ?
ফারহাদ সামজি পরিচালিত এই ছবির হাত ধরে চার বছর পর বড়পর্দায় ফিরেছেন অভিনেতা সলমন খান (Salman Khan)। প্রথম দিন, ১৫.৮১ কোটি টাকার ব্যবসা করে এই ছবি। দ্বিতীয় দিনে এই ছবি ২৫.৭৫ কোটি টাকার ব্যবসা করে। তৃতীয় দিনে এই ছবির ব্যবসা পৌঁছয় ২৬.৬১ কোটি টাকায়। ট্রেড অ্যানালিস্ট তাঁর সোশ্যাল মিডিয়ায় উইকেন্ড কালেকশন পোস্ট করেন। তিনি লেখেন, 'কিসি কা ভাই কিসি কি জান প্রথম সপ্তাহান্তে দুর্দান্ত আয় করেছে। সলমন খানের তারকা খ্যাতির সঙ্গে ইদের মরসুম শনিবার ও রবিবার হাউজফুল করতে পেরেছে। শুক্রবার ১৫.৮১ কোটি টাকা, শনিবার ২৫.৭৫ কোটি টাকা ও রবিবার ২৬.৬১ কোটি টাকা। মোট আয় ৬৮.১৭ কোটি টাকা। শনিবার ও রবিবারের ব্যবসায় এই লাফ মূলত মাস সার্কিট থেকে এসেছে।' এটা খুব ভাল ইঙ্গিত বলেই মনে করা হচ্ছে কারণ একাধিক বড় বাজেটের ছবি মাস পকেটে জায়গা ধরে রাখতে হিমশিম খাচ্ছে। শনিবার ছবির আয়ে ৬২.৮৭ শতাংশ বৃদ্ধি হয়েছে, এবং রবিবার ৩.৪০ শতাংশ বৃদ্ধি হয়েছে।