দেখুন কেমন বাথটাব-ফটোশ্যুটের ছবি পোস্ট করে জলে আগুন লাগালেন শিবানী দান্ডেকর..
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 21 Jan 2018 09:14 PM (IST)
1
সম্প্রতি, নতুন ফটোশ্যুট করান শিবানী।
2
সেই ধারাকে অব্যাহত রাখলেন তিনি।
3
অনুরাগীদের কেমনভাবে আকর্ষণ করতে হয়, তা ভালই জানেন শিবানী দান্ডেকর।
4
ফের একবার সেটাই করে দেখালেন তিনি।
5
এর আগেও, নিজের একাধিক হট ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শিবানী।
6
তাঁর অনুগামীরা সেই ছবি ভীষণ পছন্দ করেছেন।
7
এই ছবি প্রকাশ পেতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
8
সেই ছবিগুলিও প্রচণ্ড জনপ্রিয়তা লাভ করেছে।
9
শিবানীর এই জলকেলির ছবি আগুনের মতো তা ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে।
10
সেখানে তাঁকে বাথটাবে স্নানরত অবস্থায় দেখা যাচ্ছে।