মুম্বই: এতটা অসুরক্ষিত মুম্বইয়ে কখনও বোধ করেননি তিনি। বললেন অভিনেত্রী-সুপারমডেল শিবানী দাণ্ডেকর। ১০ বছরেরও বেশি সময় এই শহরে রয়েছেন তিনি কিন্তু মনে হয়, নিজের বাড়িতেই আর নিরাপদ নন।

শিবানী বলেছেন, সপ্তাহকয়েক আগে এক রেস্তোঁরায় যান তিনি। বেরিয়ে এসে গাড়ি খুঁজে পাচ্ছিলেন না, তাই নিজেই তা খুঁজছিলেন। গভীর রাতে নয়, দুপুরের ঘটনা। কিন্তু প্রকাশ্য রাস্তার ওপর তাঁকে যা সহ্য করতে হয়, তা অত্যন্ত ভীতিপ্রদ। তিনি জানেন না, রোজ কত মেয়েকে এই পরিস্থিতির মুখোমুখি হতে হয়। শিবানী আরও বলেছেন, আমরা রোজ কাগজে পড়ি, আজ কোনও মহিলার ধর্ষণ, হয়েছে, আজ কাউকে খুন করা হয়েছে। এ ভয়ঙ্কর ভয়ের ব্যাপার। প্রগতির নামে কোথায় যাচ্ছি আমরা!

তাঁর কথায়, আমরা নিজের দেশে, নিজের ঘরে, নিজের মাটিতে নিরাপদ নই। মেয়েদের বিরুদ্ধে অপরাধ দিন দিন বাড়ছে কিন্তু তা স্বীকার করা হচ্ছে না। আমরা ঠিক কোথায় সুরক্ষিত, এটাই এখন সব থেকে বড় প্রশ্ন।