কলকাতা: সিনেমার অ্যাকশন দৃশ্যের (Action Scene) শ্যুটিং করতে গিয়ে আহত পরিচালক অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee Injured)। গতকালই সেই খবর মিলেছিল। তড়িঘড়ি তাঁকে কালই ভর্তি করা হয় শহরের এক বেসরকারি হাসপাতালে এখন তিনি কেমন আছেন? 


শ্যুটিংয়ে গুরুতর আহত শিবপ্রসাদ, কেমন আছেন?


শহরেই শ্যুটিং চলছিল নতুন ছবি 'বহুরূপী'-র। থ্রিলারধর্মী এই ছবির পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। এই ছবিতে অভিনয়ও করছেন শিবপ্রসাদ। একটি অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করতে গিয়ে পড়ে গিয়ে গুরুতর চোট পান তিনি। গতকালই তাঁকে ভর্তি করা হয় এক বেসরকারি হাসপাতালে। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে তাঁর স্পাইনাল কর্ডের (Spinal Cord Fracture) এল ১ (L1) ও এল ২ (L2) এই দুই হাড়ে চিড় ধরেছে। যেহেতু স্পাইনাল কর্ডের হাড়ে চিড়, সেই কারণে কোনও প্লাস্টার বা কিছু করা যাবে না। ট্রাকশনের ব্যবস্থা করা যায় কি না সেই ব্যাপারে চিন্তাভাবনা করছেন চিকিৎসকেরা। সেই সঙ্গে পরিচালককে আগামী অন্তত ৬ সপ্তাহ একেবারে বেডরেস্ট নিতে বলা হয়েছে। বিছানা থেকে একেবারেই উঠতে বারণ করা হয়েছে। এমনই জানানো হয়েছে পরিচালক-অভিনেতার পরিবার সূত্রে।


প্রসঙ্গত, এই দুর্ঘটনা ঘটেছে 'বহুরূপী' ছবির শ্যুটিংয়ে। ছবির শ্যুটিং এখনও ৪৫ শতাংশ মতো বাকি। পরিস্থিতির বিবেচনা করে আপাতত ১ মাস পিছিয়ে দেওয়া হয়েছে ছবির শ্যুটিং। তারপর পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেওয়া হবে। আপাতত শিবপ্রসাদ মুখোপাধ্যায় ভর্তি হাসপাতালেই। 


শিবপ্রসাদ-নন্দিতা জুটির পরিচালনায় আসছে 'বহুরূপী'


সত্যঘটনা নির্ভর এই ছবির প্রেক্ষাপট ১৯৯৮ থেকে ২০০৫ সাল পর্যন্ত। তৎকালীন সমাজে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনার ওপর কেন্দ্র করেই এই ছবির চিত্রনাট্য তৈরি হয়েছে। শিবপ্রসাদ জানিয়েছিলেন, শুধু সিনেমা নয়, তৈরি করা হচ্ছে একটি তথ্যচিত্রও। যাঁরা এই সমস্ত ঘটনার সাক্ষী, তাঁরা এখনও জীবিত। অনেকেই সশরীরে জবানবন্দি দিয়েছেন, সাহায্য করেছেন ছবির চিত্রনাট্য নির্মাণে। সেই সমস্ত মুহূর্তকেও ফ্রেমবন্দি করে রাখা হচ্ছে তথ্যচিত্রের জন্য।


আরও পড়ুন: Election 2024:'ওরা এতটাও সমৃদ্ধ নয় যে আমাকে কিনতে পারবে', বিজেপিতে যোগদানের জল্পনা খারিজ অভিনেতার


'বহুরূপী' নিয়ে শিবপ্রসাদ এবিপি লাইভকে বলেছিলেন, 'মুক্তধারা ছবির শ্যুটিং চলাকালীনই এই বিষয়টা নিয়ে ছবি করার পরিকল্পনা হয়েছিল। সেটা বাস্তবায়িত হতে সময় লাগল ১১ বছর। পশ্চিমবঙ্গের বুকে ক্রমান্নয়ে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করেই তৈরি হয়েছে ছবির চিত্রনাট্য। আবীরের সঙ্গে হিসেবমতো এটা আমাদের দ্বিতীয় ছবি। পুজোর সময় আবীরের থ্রিলারধর্মী সিনেমা মানেই একটা বিশেষ আকর্ষণ। ঋতাভরীর সঙ্গে পরিচালক হিসেবে এটা আমাদের প্রথম কাজ। 'ফাটাফাটি'-র সুপারহিট জুটিকে ফিরিয়ে আনা কর্তব্য বলেই মনে হয়েছিল।'


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।