কলকাতা: এবার পুজোর অন্যতম চমক হতে চলেছে এই ছবি, সন্দেহ নেই। আর সেই ছবিতে চর্চা হয়েছিল শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shiboprosad Mukherjee) লুক নিয়ে। সদ্য প্রকাশ পাওয়া 'বহুরূপী' (Bohurupi)-র পোস্টারেও চর্চায় রইল সেই লুক। নন্দিতা রায় (Nandita Roy), আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee), ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty), কৌশানী মুখোপাধ্যায় (Kaushani Mukherjee) ও শিবপ্রসাদের উপস্থিতিতে মুক্তি পেল 'বহুরূপী'-র পোস্টার।
এদিন হাজির ছিলেন সমস্ত কলাকুশলীরাই। যে পোস্টার প্রকাশ্যে এসেছে, সেখানে দেখা যাচ্ছে আবির আর শিবপ্রসাদের মুখ। মুখোমুখি। সুমন্ত আর বিক্রমের চরিত্রে মধ্যে যে দ্বৈরথ, তাই যেন উঠে এসেছে পোস্টারে। আবিরকে দেখা যাবে একজন পুলিশের চরিত্রে। সিনেমা জুড়ে রয়েছে তাঁর একাধিক চেজ়িং-এর দৃশ্যে। অন্যদিকে, শিবপ্রসাদকে এর আগে এমন চরিত্রে দেখা যায়নি। এই ছবির জন্য অনেকটা ওজন কমিয়েছিলেন শিবপ্রসাদ।
'বহুরূপী'-তে বিক্রমের চরিত্রে কাজ করা নিয়ে শিবপ্রসাদ বলছেন, 'আমি নন্দিতা রায় আর উইন্ডোজ়-কে ধন্যবাদ দেব বিক্রমের মতো একটা চরিত্রে আমার ওপর বিশ্বাস রাখার জন্য। এই চরিত্রটার মধ্যে এতরকম স্তর রয়েছে সেগুলো করতে গিয়ে যেন অভিনেতা হিসেবে নিজেকে নতুনভাবে আবিষ্কার করলাম। আবিরের সঙ্গে আমি সহ-অভিনেতা হিসেবে এই প্রথম কাজ করলাম। সেটাও একটা দুর্দান্ত অভিজ্ঞতা। মোশন পোস্টারে যা দেখা যাচ্ছে, সেটা ঝলক মাত্র। এই ছবিটা একটা বিগ বাজেট অ্যাকশন ফিল্ম হতে চলেছে। আবির আর আমার চরিত্রের মধ্যে যে দ্বৈরথ রয়েছে, সেটা সিনেমার স্তরে স্তরে ফুটে উঠবে। এটা আমাদের কেরিয়ারের সবচেয়ে বিগ বাজেট ছবি। আশা করছি এই ছবিটা সিনেমার ইতিহাসে লেখা থাকবে।'
এই ছবিতে ঋতাভরীকে দেখা যাবে নন্দিনীর চরিত্রে। আবিরের স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন তিনি। ঋতাভরীর মতে, এই চরিত্রে অভিনয় করার জন্য তাঁকে নিজের সঙ্গে লড়াই করতে হয়েছে। নন্দিনী এমন একটা চরিত্র যাকে দেখলে অনেক মেয়েরই হিংসা হবে।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।