দুবাই: মঙ্গলে মনুষ্য বসতি গড়তে চায় সংযুক্ত আরব আমীরশাহী । এজন্য লালগ্রহে শহর গড়ে তোলার পরিকল্পনার কথা ঘোষণা করল উপসাগরীয় এই দেশ। তবে এ জন্য অপেক্ষা করতে হবে এক শতাব্দী। আগামী ২১১৭-র মধ্যে এই পরিকল্পনা রূপায়ণের উদ্যোগ নিয়েছে তৈলসম্পদে সম্বৃদ্ধ এই দেশ। এজন্য আগামী কয়েক দশকের মধ্যে মানুষ পাঠানোর কাজ শুরু করার কথাও ভাবা হচ্ছে।
শুধু চমকে দেওয়া পরিকল্পনা করেই বসে থাকতে চায় না আবু ধাবি। পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে বিশ্বের সমস্ত প্রথম সারির বিজ্ঞান সংস্থার সঙ্গে মিলেমিশে কাজ করতে উদ্যোগী তারা। তৈলসম্পদে বলীয়ান দেশ, এজন্য খরচে কোনও কার্পণ্য করবে না বলে জানিয়ে দিয়েছে। সংযুক্ত আরব আমীরশাহীর ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মহম্মদ বিন রশিদ অল মাকতুম এবং আবু ধাবির যুবরাজ ও সংযুক্ত আরব আমীর শাহীর সশস্ত্র বাহিনীর ডেপুটি সুপ্রিম কম্যান্ডার শেখ মহম্মদ বিন জায়েদ অল নাহিয়ান ১০০ বছরের এই প্রকল্পের ঘোষণা করেছেন।
আগামী কয়েক দশকের মধ্যে লালগ্রহে যাতে লোকজনকে পৌঁছে দেওয়ার ব্যবস্থার জন্য বৈজ্ঞানিক সাফল্য সন্ধানের জন্য উপসাগরীয় এই দেশটি ন্যাশনাল ক্যাডার তৈরির পরিকল্পনাও শুরু করবে। সংযুক্ত আরব আমীরশাহীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মহাকাশ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করা এই ন্যাশনাল ক্যাডারদের প্রশিক্ষণ দেওয়া হবে। তরুণ প্রজন্মের মধ্যে মহাকাশ নিয়ে আগ্রহ বাড়ানোর কাজও করা হবে।
ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের অবকাশে এই পরিকল্পনার কথা ঘোষণা করেছে সংযুক্ত আরব আমীরশাহী ।
২১১৭-র মধ্যে লালগ্রহে প্রথম শহর গড়তে চায় সংযুক্ত আরব আমীরশাহী
ABP Ananda, web desk
Updated at:
17 Feb 2017 11:31 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -