নয়াদিল্লি: ২০২১ সালে পর্নকাণ্ডে গ্রেফতার হন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা। অবশেষে সেপ্টেম্বর মাসে ৫০ হাজার টাকার বন্ডে জামিন মঞ্জুর হয় তাঁর। অনলাইনে অশ্লীল ছবি তৈরির অভিযোগে রাজ কুন্দ্রা ও ১১ জনকে গ্রেফতার করা হয়। 


জামিন পাওয়ার পর, সম্প্রতি সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে বিচ্ছিন্ন করলেন ব্যবসায়ী। মুছে ফেললেন নিজের সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। ইনস্টাগ্রাম ও ট্যুইটার থেকে ডিলিট করে দিলেন তাঁর হ্যান্ডল। জামিন মেলার পর তাঁকে প্রকাশ্যে আসতেও দেখা যায়নি।






 


এছাড়া জামিন পাওয়ার পর বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি এবং তাঁর স্বামী রাজ কুন্দ্রা, শার্লিন চোপড়ার বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলা করেছেন। শার্লিন তাঁদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন। এএনআই সূত্রে খবর, তাঁর অভিযোগে শার্লিন বলেন যে তিনি মানসিকভাবে হয়রানি এবং প্রতারণার শিকার হয়েছিলেন। এখন তিনি শিল্পা শেট্টি এবং রাজ কুন্দ্রার বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ এনেছেন।


এএনআইকে 'বিগ বস ৩' প্রতিযোগী জানান, তিনি শিল্পা ও রাজকে একটি পাল্টা নোটিস পাঠিয়েছেন। সেখানে তিনি মানসিকভাবে হয়রানি করার জন্য ৭৫ কোটি টাকা দাবি করেছেন। তাঁর বয়ান রেকর্ড করার জন্যও আবেদন জানিয়েছেন পুলিশের কাছে। 


 






এএনআইকে তিনি বলেন, 'রাজ কুন্দ্রা এবং শিল্পা শেট্টি আমাকে 'আন্ডারওয়ার্ল্ড'-এর হুমকি দিয়েছিলেন এবং এখন আমাকে মানহানির নোটিস পাঠিয়েছেন। কিন্তু আমি ভয় পাচ্ছি না। আমি পুলিশকে আমার বিবৃতি রেকর্ড করার জন্য অনুরোধ করছি যাতে আমার অভিযোগটিকে গুরুত্ব দেওয়া যায়। আমি মানসিক হয়রানির জন্য ৭৫ কোটি টাকা চেয়ে পাল্টা নোটিস পাঠিয়েছি।'


আরও পড়ুন: Antardhaan release: ১০ ডিসেম্বর বড়পর্দায় মুক্তি পাবে পরমব্রত-তনুশ্রীর ‘অন্তর্ধান’