কলকাতা: জ্বালানির দাম এখন লাগামছাড়া হয়ে ছুটছে। আজ কলকাতায় ফের বাড়ল পেট্রোলের দাম। তবে ডিজেলের দাম এ যাত্রায় বাড়ানো হয়নি। লিটারপ্রতি ৩৪ পয়সা বেড়ে কলকাতায় পেট্রোলের দাম হল ১১০ টাকা ৪৯ পয়সা। তবে ডিজেলের দাম গতকাল যা ছিল তাই রয়েছে। লিটারে ১০১ টাকা ৫৬ পয়সা।


জ্বালানির দাম লাগাতার বেড়ে চলায় তার প্রভাব পড়েছে বাজারে। পরিবহণ খরচ বাড়ায় মাছ থেকে সবজি, সবকিছুরই দাম চড়া। মধ্যবিত্তের নাভিশ্বাস হলেও এখনও কী কেন্দ্র, কী রাজ্য কারও তরফেই পেট্রোল-ডিজেলের দাম কমানোর কোনও উদ্যোগ চোখে পড়েনি। 


কলকাতা সহ দেশজুড়ে টানা বেড়ে চলেছে জ্বালানির দাম। গতকাল লিটারে ৩৬ পয়সা বেড়ে কলকাতায় পেট্রোলের নতুন দাম হয় ১১০ টাকা ১৫ পয়সা। লিটারে ৩৭ পয়সা বেড়ে কলকাতায় ডিজেলের দাম হয় ১০১ টাকা ৫৬ পয়সা। জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব পড়েছে বাজারে। পরিবহণ খরচ বেড়ে যাওয়ায় মাছ থেকে সব্জি, সবকিছুর দাম চড়া। পকেটে টান পড়ায় সঙ্কটে মধ্যবিত্ত। দেশের মধ্যে জ্বালানির দাম সবথেকে বেশি রাজস্থানের শ্রীগঙ্গানগরে। সেখানে পেট্রোল ১২২ টাকা ৩২ পয়সা ও ডিজেল ১১৩ টাকা ২১ পয়সা লিটার দরে বিক্রি হচ্ছে।


আরও পড়ুন আয়ও তো বেড়েছে, তাই একটু-আধটু মূল্যবৃদ্ধি মেনে নেওয়াই উচিত, মন্তব্য মধ্যপ্রদেশের মন্ত্রীর


পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গতকাল বৌবাজারে সারা বাংলা ট্রাক অপারেটর্স অ্যাসোসিয়েশন বিক্ষোভ দেখায়। হাতে থালা নিয়ে বিক্ষোভে সামিল হন ট্রাক মালিকরা। ‘খাবারের থালা খালি, ভিক্ষা করা ছাড়া উপায় নেই। জ্বালানি তেলের দাম বাড়ায় প্রভাব পড়বে সাধারণ মানুষের ওপর’, দাবি ট্রাক মালিক সংগঠনের।


এরই মধ্যে বিতর্কিত মন্তব্য করেছেন মধ্যপ্রদেশের পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়নমন্ত্রী মহেন্দ্র সিংহ সিসোদিয়া। তাঁর দাবি, ‘লোকজনের আয় বাড়লে একটু-আধটু মূল্যবৃদ্ধি তো মেনে নেওয়াই উচিত।’ তিনি এক সাংবাদিক বৈঠকে বলেছেন, ‘সরকার তো আর নাগরিকদের সব কিছু নিখরচায় দিতে পারে না। লোকজনকে বুঝতে হবে যে, যদি আমাদের আয় বাড়ে, তাহলে নিশ্চিতভাবে কিছুটা মূল্যবৃদ্ধি মেনে নিতে হবে। এটা একেবারেই বাস্তব কথা।’