মুম্বই: দীপাবলি এবং ভাইফোঁটা বাড়িতেই কাটিয়েছিলেন। উত্সবের মরশুম কিছুটা কাটতেই পরিবারের সঙ্গে একটু বাইরে কোথাও থেকে ঘুরে আসার পরিকল্পনা করেছিলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি (Shilpa Shetty)। আর পরিকল্পনা মতো তেমনই দুই সন্তানের সঙ্গে টুক করে চলে গেলেন বেড়াতে। সেখান থেকে ছবি এবং ভিডিও পোস্ট করেছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে।


৪৬ বছর বয়সী অভিনেত্রী শিল্পা শেট্টি বরাবরই হাসি-মজায় দিন কাটাতে খুব পছন্দ করেন। তাঁকে এক কথায় ফান লাভিংও বলা চলে। তাই তো তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে চোখ রাখলেই সেখানে অভিনেত্রীর নানা মজাদার ছবি এবং ভিডিও দেখতে পাওয়া যায়। কখনও তিনি রসগোল্লায় মজে রয়েছেন। আবার কখনও বেড়াতে গিয়ে আনন্দ করছেন। অভিনেত্রী চোখের এবং মুখের অভিব্যক্তি দেখলে তাঁর মজাদার চরিত্রটিও খানিকটা আন্দাজ করতে পারেন অনুরাগীরা।


চলতি বছরের শুরুর দিনকা বিশেষ ভালো কাটেনি বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির। ব্যবসায়ী স্বামী রাজ কুন্দ্রা পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার হন। যদিও এখন তিনি জামিনে মুক্ত হয়েছেন। তারপরও নানা সময়ে তাঁকে স্বামীর পর্নোগ্রাফি মামলায় প্রশ্নের মুখে পড়তেই হয়। রাজ কুন্দ্রা জামিন পাওয়ার পর থেকে একবারও জনসমক্ষে আসেননি। সোশ্যাল মিডিয়া থেকে ডিলিড করে দিয়েছেন নিজের সমস্ত অ্যাকাউন্ট। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় শিল্পা শেট্টি। প্রায়শই নানা ছবি এবং ভিডিও পোস্ট করতে দেখা যায় তাঁকে। দীপাবলি উপলক্ষে অনুরাগীদের উদ্দেশ্যে ছবি পোস্ট করেছিলেন। আবার ভাইফোঁটায় দুই সন্তান ভিয়ান রাজ এবং শমিশা কী কাণ্ড করছে, তার মিষ্টি ভিডিও পোস্ট করেছিলেন। উত্সব মিটতেই তিনি পাড়ি দিলেন হিমাচল প্রদেশের ধর্মশালায়। সেখান থেকেও অনুরাগীদের সঙ্গে বেড়ানোর ছবি ভিডিও শেয়ার করে নিয়েছেন শিল্পা শেট্টি।


হিমাচল প্রদেশের মনোরম প্রাকৃতিক পরিবেশে শিল্পা শেট্টিকে উপভোগ করতে দেখা যাচ্ছে তাঁর পোস্ট করা নতুন ভিডিওতে। আর অভিনেত্রীর সেই ছবিতে লাইক কমেন্ট করতে ভোলেননি অনুরাগীরা। কমেন্ট করেছেন বলিউডের অন্যান্য তারকারও। সব মিলিয়ে উত্সবের রেশ যে এখনও তাঁর মধ্যে রয়েছে, তা তাঁর সদ্য পোস্ট করা ভিডিও দেখেই টের পাওয়া যাচ্ছে।