জয়ন্ত রায়, দক্ষিণ ২৪ পরগনা: মহেশতলায় (Mahestala) বধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে প্রশ্ন। পরিবারের দাবি, কুকুরের গায়ে আতসবাজি ছোড়ার প্রতিবাদ করেন মৃতার ছেলে। যার জেরে বাড়িতে এসে ছেলেকে হুমকি দেয় কয়েকজন। ছেলের চিন্তায় আতঙ্কগ্রস্ত হয়ে আত্মঘাতী (Suicide) হন মা। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ (West bengal Police)।


মত্ত অবস্থায় রাস্তার কুকুরকে লক্ষ্য করে বাজি ছুড়ে উল্লাস! প্রতিবাদ করায় যুবকের বাড়িতে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগ। সেই আতঙ্কেই কি আত্মঘাতী হয়েছেন যুবকের মা? দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana) মহেশতলায় (Mahestala) গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে উঠছে প্রশ্ন। 


মৃতার নাম সোনা অধিকারী। বয়স ৩৮ বছর। শুক্রবার বাড়ি থেকে বধূর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবার সূত্রে খবর, কালীপুজোর (Kali pujo 2021) আগের রাতে মৃতার ছেলে জয়ন্ত, পাড়ার ক্লাবের সদস্যদের সঙ্গে প্রতিমা আনতে যাচ্ছিলেন। অভিযোগ, মহেশতলার রায়পাড়া মোড়ের কাছে কয়েকজন মত্ত যুবক পথ কুকুরদের লক্ষ্য করে আতসবাজি ছোড়ে। তাতে জখম হয় একটি কুকুর। 

ঘটনার প্রতিবাদ (Protest) করলে ওই যুবকদের সঙ্গে জয়ন্তর বচসা ও হাতাহাতি হয় । মৃতার পরিবারের অভিযোগ, কালীপুজোর (Kalipuja 2021) দিন অভিযুক্ত যুবকরা আগ্নেয়াস্ত্র নিয়ে জয়ন্তর বাড়িতে চড়াও হয় । জয়ন্ত ও তাঁর বাবাকে খুন করার হুমকিও দেয় তারা। পরিবারের তরফে ফোনে খবর দেওয়া হয় থানায় । পুলিশ এসে ৪ জনকে আটক করে । 


আত্মীয়দের দাবি, ওই ঘটনার পর থেকেই আতঙ্কিত হয়ে পড়েন গৃহবধূ। ছেলের চিন্তাতেই আত্মঘাতী হন তিনি। গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর পর শনিবার মহেশতলা থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার। 


আরও পড়ুন: Malda: জমি বিবাদ ঘিরে পারিবারিক অশান্তি, ভাইয়ের বিরুদ্ধে উঠল অপর ভাইকে খুন করার অভিযোগ


আরও পড়ুন: North 24 Paraganas: চাকা ভেঙে ঝিলে ঢুকে গেল আস্ত গাড়ি, চাঞ্চল্য ঘোলা থানা এলাকায়