মুম্বই: রীতি মেনে সপরিবারে হলুদ পোশাক পরে গণেশ পুজোয় মেতে উঠলেন বলিউড তারকা শিল্পা শেট্টি। তিনি এবারও পরিবেশবান্ধব গণেশ মূর্তি তৈরি করেছেন। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি দিয়ে এই অভিনেত্রী লিখেছেন, ‘আমার গন্নু রাজা ফিরে এসেছে। তিনিই যাবতীয় বাধা দূর করে দেন। তিনি সাফল্যের রাজা। প্রার্থনা করি, গণেশ চতুর্থীতে যেন আমরা তাঁর আশীর্বাদ পাই। আমি ধার্মিক এবং সব উৎসব পালন করি। তবে ধরিত্রী মায়ের প্রতিও আমি দায়বদ্ধ। সেই কারণে আমাদের রীতি মেনে পরিবেশবান্ধব গণেশ মূর্তির পুজো করছি।’


১৩ বছর পর বলিউডে ফিরছেন শিল্পা। তাঁকে দেখা যাবে কমেডি-অ্যাকশন ছবি ‘নিকম্মা’-তে। এই ছবিতে শিল্পা ছাড়াও অভিনয় করছেন অভিমন্যু দাসানি, শিরলি শেট্টিয়া। সাব্বির খান পরিচালিত ছবিটি আগামী বছর মুক্তি পেতে পারে।