স্বামী রাজ কুন্দ্রার গ্রেফতারির পর প্রথমবার মুখ খুললেন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি কুন্দ্রা। নীলছবি তৈরি করা এবং তা অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেওযার অভিযোগ উঠেছে রাজের বিরুদ্ধে। গ্রেফতারির পর ২৩ জুলাই পর্যন্ত তাঁকে জেল হেফাজতে নিয়েছে মুম্বই পুলিশ। তারপর থেকেই মুখে কুলুপ এঁটেছিলেন শিল্পা শেট্টি।
পুলিশ সূত্রে খবর, পর্নোগ্রাফির ব্যবসায় লাখ লাখ টাকা রোজগার করেছেন রাজ, কোভিডের সময়ে ফুলে ফেঁপে উঠেছিল তাঁর ব্যবসা। বলিউডের অনেক অভিনেত্রী রাজের বিরুদ্ধে অভিযোগও এনেছে। কিন্তু এ সমস্ত কিছু নিয়ে স্পিকটি নট ধড়কন গার্ল।
তবে নীরবতা ভাঙলেন বলিউড অভিনেত্রী। ইনস্টাগ্রাম পোস্টে নিজের অবস্থান স্পষ্ট করলেন। বৃহস্পতিবার জেমস থার্বারের বইয়ের একটি লাইন শেয়ার করলেন তিনি. লিখলেন, রাগে ফিরে তাকানো নয়, ভয়ে এগিয়ে যাওয়া নয়, চারপাশ নিয়ে সচেতন থাকুন। সেই সঙ্গে শেয়ার করলেন বইয়ের ছবিও।
যদিও এখনও পর্যন্ত পর্নোগ্রাফি কাণ্ডে শিল্পা শেট্টির জড়িত থাকার কোনও প্রমাণ পায়নি মুম্বই পুলিশ। কিন্তু শোনা যাচ্ছে, জিজ্ঞাসাবাদের জন্য খুব তাড়াতাড়ি সমন পাঠানো হতে পারে তাঁকে। এই হাই প্রোফাইল মামলার পুলিশি তদন্ত শুরু হওয়ার পর থেকেই বাণিজ্য নগরীতে চর্চার বিষয় শিল্পা-রাজ।
মুম্বই পুলিশের যুগ্ম কমিশনার (ক্রাইম) মিলিন্দ ভারাম্বে এএনআইকে বলেন, এই মামলায় শিল্পা শেট্টির জড়িত থাকার কোনও তথ্য প্রমাণ এখনও পর্যন্ত পাওয়া যায়নি, তদন্ত চলছে। এই ঘটনায় ক্ষতিগ্রস্থদের ইতিমধ্যেই সামনে আসার অনুরোধ জানান হয়েছে ও মুম্বই ক্রাইম ব্রাঞ্চের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। তারপরেই নিয়মমাফিক পদক্ষেপ নেবে পুলিশ।
অশ্লীল ছবি বানিয়ে মোবাইল অ্যাপের মাধ্যমে তা সর্বত্র ছড়িয়ে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছিল শিল্পা শেট্টির স্বামীর বিরুদ্ধে। আর সেই অভিযোগে সোমবার গ্রেফতার করা হয়েছে ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে।চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মুম্বই পুলিশের কাছে রাজ কুন্দ্রার নামে অভিযোগ জমা পড়েছিল। সেই অভিযোগে বলা হয়েছিল, নীল ছবি তৈরি করে তা মোবাইল অ্যাপের মাধ্যমে সর্বত্র ছড়িয়ে দেওয়ার বিশাল ব্যবসা ফেঁদেছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী।