মুম্বই: ফ্লোরে ফিরেছেন, শুরু করেছেন শ্যুটিং-ও। বিতর্ক নিয়ে মুখ না খুলেও পাপারাৎজিদের হাত থেকে বাঁচতে পারছেন না শিল্পা শেট্টি। শ্যুটিং-এ ফেরার দিন থেকে শুরু করে তিনি কখন কী করছেন, সবটাই যেন নজরবন্দি। তবে পুরনো ছন্দে ফেরার চেষ্টায় মরিয়া রাজ-ঘরণী। সোশ্যাল মিডিয়ায় ফের আপলোড করলেন নতুন ছবি।


নাচের প্রতিযোগীতামূলক অনুষ্ঠান 'সুপার ড্যান্সার চ্যাপ্টার ৪'-এর বিচারকের ভূমিকা পালন করছেন শিল্পা। পর্ণগ্রাফি শ্যুটিং করার অভিযোগে স্বামী রাজ কুন্দ্রা গ্রেফতার হওয়ার পর ফ্লোর ছেড়েছিলেন তিনি। বাতিল করে দিয়েছিলেন সমস্ত শ্যুটিং। তার জায়গায় সেসময় বিচারকের দায়িত্ব পালন করেছিলেন করিশ্মা কপূর। কিন্তু রাজ কুন্দ্রার অন্তবর্তীকালীন জামিনের পর ফের কাজ শুরু করেছেন শিল্পা। আজ সোশ্যাল মিডিয়ায় শ্যুটিং-এর প্রথম দিনের সাজের ঝলক আপলোড করেছেন তিনি। একসময় নিয়মিতভাবে রোজকার শ্যুটিং-এর ফটোশ্যুট অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেওযা স্বভাব ছিল তাঁর।


আজ নিজের নতুন ছবি আপলোড করে শিল্পা লেখেন, 'এমন কোনও শক্তি নেই যা একজন নারীকে আটকাতে পারে, যে উঠে দাঁড়ানোর জন্য বদ্ধপরিকর'। সোশ্যাল মিডিয়ায় স্বমহিমায় ফিরেও কী ফেলে আসা কঠিন সময়ের ছাপ পড়ল শিল্পার লেখায়? কঠিন সময় কাটিয়ে তিনি যে উঠে দাঁড়িয়েছেন, এ লেখা কী তারই ইঙ্গিত? সে বিষয়ে অবশ্য স্পষ্ট উত্তর পাওয়া গেল না।


চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মুম্বই পুলিশের কাছে রাজ কুন্দ্রার নামে অভিযোগ জমা পড়েছিল। সেই অভিযোগে বলা হয়েছিল, নীল ছবি তৈরি করে তা মোবাইল অ্যাপের মাধ্যমে সর্বত্র ছড়িয়ে দেওয়ার বিশাল ব্যবসা ফেঁদেছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী। সেই অভিযোগের তদন্তেই সোমবার রাজকে গ্রেফতার করল মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা। পুলিশে অভিযোগে দায়ের হওয়ার পরই আগাম জামিনের আবেদন করেছিলেন রাজ। তবে তাতে শেষরক্ষা হয়নি। গ্রেফতারই হতে হয়েছিল নামী ব্যবসায়ীকে।


সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি জারি করে শিল্পা লিখেছিলেন, 'সমস্ত দিক দিয়েই গত কয়েকটা দিন কঠিন সময়ের মধ্যে দিয়ে কাটাচ্ছি। শুধু আমি নয়, আমার পরিবার নিয়েও অনেক প্রশ্ন উঠেছে, ট্রোলিং হয়েছে। তবে আমি এই বিষয়ে এখনও পর্যন্ত কোথাও মুখ খুলিনি এবং আমি আমার এই অবস্থানই বজায় রাখব। আইন আইনের পথে চলছে এই মামলা এখনও প্রমাণসাপেক্ষ। একজন তারকা হিসাবে আমি একটি ভাবধারায় বিশ্বাসী। তা হল, কখনও অভিযোগ কোরো না, কখনও কিছু বুঝিয়ে বলতে যেও না। আইন ও মুম্বই পুলিশের ওপর সমস্ত আস্থা রয়েছে আমার। প্রয়োজনীয় আইনি সাহায্যও আমরা নিচ্ছি।'