মুম্বই: তাঁর কঠোর নিয়মানুবর্তিতা যে কাউকে ঈর্ষান্বিত করতে পারে। ফিটনেসের প্রতি বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির দায়বদ্ধতাকে অস্বীকার করা যায় না কখনই। ঠিক একইভাবে অস্বীকার করা যায় না তাঁর নিজস্ব ফ্যাশন স্টেটমেন্টও। শাড়ি থেকে শুরু করে যে কোনও ধরনের পোশাকে কী ভাবে নিজেকে মেলে ধরতে হয়, শিল্পা শেট্টির মতো ভাল জানেন এমন মানুষ বলিউডে হাতেগোনা।
সম্প্রতি, শাড়িতে কয়েকটি ছবি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেন শিল্পা। বলা বাহুল্য, নিমেষের মধ্যে তাতে প্রচুর লাইক পড়ে। ভাইরাল হয়ে যায় ওই ফটোশ্যুটের ছবি।
শিল্পা আসলে, তাঁর হোলি স্পেশাল লুক প্রকাশ করেন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। দুর্দান্ত গোলাপী, হাল্কা সবুজ, হলুদ ও লাল স্ট্রাইপের পাড় দেওয়া সাদা শাড়িতে শিল্পাকে অনবদ্য দেখাচ্ছে। শাড়িটি তৈরি করেছে ময়ুর গিরোত্রার সংস্থা। স্টাইল করেছেন সঞ্জনা বত্রা।
পরের বছর দোল খেলার সময় শিল্পার এই 'পারফেক্ট' শাড়িটা দেখতে পারেন...
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 Mar 2020 05:58 PM (IST)
শাড়িটি তৈরি করেছে ময়ুর গিরোত্রার সংস্থা
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -