ট্রেন্ডিং

২৫ কোটি ক্ষতিপূরণ চেয়ে মামলা! ‘Hera Pheri 3’ নিয়ে টানাপোড়েন, পরেশ রাওয়ালকে কোর্টে নিয়ে যাচ্ছেন অক্ষয় কুমার?

অল্প বয়সে বাবা-কাকাকে হারিয়েছি, মা সাপোর্ট করেছিলেন বলেই ইন্ডাস্টিতে টিকে আছি

এবার করোনার থাবা বলিউডে! আক্রান্ত হয়েই সবাইকে সতর্ক করলেন এই অভিনেত্রী

কান-এর লাল গালিচায় ছেঁড়া গাউন! ফের ট্রোলের শিকার উর্বশী রাউতেলা

কোথায় সেই এক মাথা কোঁকড়া চুল! রাজ-কন্যা ইয়ালিনিকে দেখে অবাক নেটদুনিয়া
কোটি কোটি টাকা দিয়ে মুম্বইতে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনলেন তাপসী! রয়েছে কী কী সুবিধা?
সুশান্তের মধ্যে আত্মবিশ্বাসের অভাব লক্ষ্য করেছিলাম, বললেন শোয়েব আখতার
প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার আফসোস করছেন এই ভেবে যে, যদি সেদিন প্রয়াত অভিনেতার সঙ্গে কথা বলতে পারতেন, জীবনযুদ্ধ সম্পর্কে নিজের অভিজ্ঞতার কথা বলতে পারতেন, তাহলে হয়তো এমন অঘটন ঘটত না।
Continues below advertisement

নয়াদিল্লি: প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে ২০১৬ সালে দেখা হয়েছিল পাকিস্তানের প্রাক্তন ফাস্টবোলার শোয়েব আখতারের। সেই সময় বলিউড তারকার চোখেমুখে তিনি আত্মবিশ্বাসের অভাব লক্ষ্য করেছিলেন বলে জানিয়েছেন রাওলপিন্ডি এক্সপ্রেস।
২০১৬ সালের এক ঘটনার কথা উল্লেখ করেছেন শোয়েব আখতার। মুম্বইয়ের অলিভ হোটেল থেকে তিনি চেক-আউট করছিলেন বলে জানিয়েছেন পাক কিংবদন্তি। যে মুহূর্তে তিনি হোটেল ছাড়ছিলেন, ঠিক সেই মুহূর্তেই সেখানে প্রয়াত অভিনেতা সুশান্তের আগমন ঘটেছিল। শোয়েব বলেছেন, ‘মুম্বইয়ের অলিভ হোটেলে সুশান্তের সঙ্গে আমার দেখা হয়েছিল। সত্যি কথা বলতে গেলে সেই সময়ে দেখে ওকে আমার আত্মবিশ্বাসী বলে মনে হচ্ছিল না। মাথা নীচু করে আমার সামনে দিয়ে চলে গেল। তখনই আমার এক বন্ধু আমাকে বলল যে, ও ধোনির বায়োপিক করছে।’
প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার আফসোস করছেন এই ভেবে যে, যদি সেদিন প্রয়াত অভিনেতার সঙ্গে কথা বলতে পারতেন, জীবনযুদ্ধ সম্পর্কে নিজের অভিজ্ঞতার কথা বলতে পারতেন, তাহলে হয়তো এমন অঘটন ঘটত না। শোয়েব বলেছেন, ‘এখন আমার আফসোস হচ্ছে কেন সেদিন ওকে থামিয়ে ওর সঙ্গে কয়েকটা কথা বললাম না! আমি নিজের জীবনের কিছু অভিজ্ঞতা ওর সঙ্গে শেয়ার করতে পারতাম। হয়তো সেই কথাগুলো জীবন সম্পর্কে ওকে অন্যভাবে ভাবতে শেখাত। কিন্তু ও যে এরকম একটা পদক্ষেপ নিয়ে ফেলবে কে জানত! আর এখন আমার আফসোস করে কোনও লাভ নেই।’ যোগ করেছেন, ‘ওর অভিনয় দেখেছি। সুশান্ত খুবই বিনয়ী ছেলে। মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসে নিজে নাম করেছে। ধোনি মুভিতে ওর অসাধারণ অভিনয় আমাকে মুগ্ধ করেছে। কিন্তু আত্মহত্যা কখনওই কোনও সমাধান নয়।’
Continues below advertisement
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে