নয়াদিল্লি: চিনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া নোভেল করোনা ভাইরাস এবং পূর্ব লাদাখ সীমান্তে চিনের সেনাবাহিনীর আগ্রাসন-দু’টি লড়াইয়েই জয় পাবে ভারত। আজ সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে এমনই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, ‘আমি পরিষ্কার জানিয়ে দিতে চাই, আমরা দু’টি লড়াইয়েই জয় পাব। আমি ভারতের মানুষকে আশ্বাস দিচ্ছি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত উভয় লড়াই জিতবে।’
করোনা আবহেই পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত-চিনের সেনা সংঘাত তৈরি হয়েছে। ১৫ জুন চিনা সেনার হামলায় ভারতের ২০ জন সেনা জওয়ানের মৃত্যু হয়। বিরোধী দলগুলি লাদাখের পরিস্থিতি নিয়ে সরব। ট্যুইট করে প্রধানমন্ত্রীর সমালোচনা করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী। তিনি ‘সারেন্ডার মোদি’ বলে প্রধানমন্ত্রীকে কটাক্ষও করেছেন। আজ তাঁকে পাল্টা আক্রমণ করেন অমিত শাহ।