মুম্বই: বাউন্সার-বডিগার্ড রাখার বিপত্তি হাড়ে হাড়ে টের পেলেন আলিয়া ভট্ট। কয়েকদিন আগে একটু রাত করেই গিয়েছিলেন, সম্ভবত বয়ফ্রেন্ড সিদ্ধার্থ মালহোত্রার বান্দ্রার ফ্ল্যাটেই। যখন বেরলেন, ঘড়ির কাটা তখন রাত তিনটে ছুঁইছুঁই। জুহুর বাড়িতে ফিরবেন, কিন্তু কোথায় বডিগার্ড! শুনশান রাস্তায় একা দাঁড়িয়ে বুক দুরুদুরু করছিল আলিয়ার। বারবার ফোন করছেন, কিন্তু সাড়া নেই। তবে বেশ কিছুক্ষণ বাদে ফোন ধরে এলেন সেই বাউন্সার।
গাড়িতে উঠেই আলিয়া টের পেলেন, বাউন্সার আকন্ঠ মদ গিলেছেন। মুখ দিয়ে ভুরভুর করে গন্ধ বেরচ্ছে। কিন্তু পাছে কিছু বললে উল্টোপাল্টা কিছু করে বসে, এই ভয়ে তাকে কিছুই বলেননি। ভালয় ভালয় বাড়ি ফিরে বাউন্সারকে ডেকে বোঝানোর চেষ্টা করেন, তার আচরণ ঠিক ছিল না। বাউন্সার কিন্তু মানতে নারাজ যে, মদের ঘোরে সে বেসামাল হয়ে গিয়েছিল। শেষমেষ মা সোনি রাজদানকে পুরো ঘটনা জানান আলিয়া। পরদিন সকালেই সোনি ওই বাউন্সারকে বিদেয় করে দেন। তবে নতুন বাউন্সার নিয়োগ হয়েছে কিনা, জানা যায়নি।
রাত তিনটেয় বান্দ্রার শুনশান রাস্তায় একা, বাউন্সার নেশায় বেসামাল, বরখাস্ত করলেন আলিয়া
Web Desk, ABP Ananda
Updated at:
19 Apr 2017 12:23 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -