কলকাতা: শুরু হল টলিউড তারকা জিতের নতুন ছবি 'রাবণ'-এর শ্যুটিং। শুক্রবার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট শ্যুটিং শুরুর কথা ঘোষণা করলেন অভিনেতা নিজেই। কিছুদিন আগেই পোস্ট করেন ছবির প্রথম লুক। 


 






চলতি বছর দুর্গাপুজোতেই মুক্তি পেয়েছে টলিউড সুপারস্টার জিতের (Jeet) নতুন ছবি 'বাজি'। ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন মিমি চক্রবর্তী। 'বাজি' ছবি দিয়েই প্রথমবার জুটি বাঁধলেন জিৎ-মিমি। আর নতুন ছবি মুক্তি পাওয়ার পরপরই আগামী ছবির প্রথম পোস্টার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করেন অভিনেতা। আগামী ছবির পোস্টারে রয়েছে তাঁর নতুন লুকও। প্রথমবার এমন অপ্রত্যাশিত লুকে হাজির হতে চলেছেন জিৎ। যা দেখে ইতিমধ্যেই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেট নাগরিক থেকে তারকারা।


 






বিজয়া দশমীর দিন আগামী ছবি 'রাবণ'-এর (Raavan) পোস্টার এবং ছবিতে তাঁর ফার্স্ট লুক প্রকাশ করেছেন টলিউড অভিনেতা জিৎ। নিজের প্রযোজনা সংস্থা 'জিৎজ ফিল্মওয়ার্কস' থেকেই মুক্তি পাবে ছবিটি। ফার্স্ট লুক প্রকাশ করে জিৎ জানিয়েছিলেন যে, খুব শীঘ্রই ছবির শ্যুটিং শুরু হবে। ছবিতে জিৎ ছাড়া আর কোন কোন অভিনেতাকে দেখা যাবে, তা যদিও এখনও জানা যায়নি। পরিচালক এম.এন রাজ  থাকতে চলেছেন এই ছবির পরিচালনায়। আজই সেই ছবির শ্যুটিং শুরুর পোস্ট করলেন অভিনেতা।


আরও পড়ুন: KBC 13: 'বৃদ্ধ মা-বাবার প্রতি সন্তানদের অবজ্ঞা কষ্ট দেয়', কৌন বনেগা ক্রোড়পতির মঞ্চে ইমোশনাল বিগ বি