মুম্বই: জেল থেকে বার হওয়ার পর বেশ কিছুদিন কেটে গেছে। অবশেষে বড় পর্দায় ফিরতে চলেছেন সঞ্জয় দত্ত। তাঁর জীবনীর ওপর সিনেমা হওয়ার খবর পুরনো। এবার খোদ সঞ্জুবাবা ফিরছেন লাইট, ক্যামেরা অ্যাকশনের দুনিয়ায়।

উমাঙ্গ কুমারের ছবি ‘ভূমি’-র হাত ধরে বড় পর্দায় ফিরছেন সঞ্জয়। বাবা-মেয়ের সম্পর্ক ঘিরে এগোবে ছবির গল্প। ছবির লোগো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে, আগামী বছর ৪ অগাস্ট মুক্তি পাচ্ছে ‘ভূমি’।




মেরি কম ও সর্বজিৎ-এর পর ‘ভূমি’ উমাঙ্গের তৃতীয় ছবি। ফেব্রুয়ারি থেকে শুরু হবে শ্যুটিং। ছবির কাজ সিংহভাগ হবে উত্তরপ্রদেশে।