৭ বছর পূর্তিতে দর্শকদের সকলকে " অনেক ভালবাসা" জানালেন শ্রদ্ধা। রবিবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে পরিচালক মোহিত সুরি সহ ছবির সব কলাকুশলীদের ভালবাসা ও ধন্যবাদ জানান তিনি। সেই সঙ্গে তাঁর নায়ক আদিত্য রায় কপূরের প্রশংসায় পঞ্চমুখ শ্রদ্ধা।
‘আশিকী-২’, তাঁর কাছে অমূল্য। বলেছেন তিনি।
" ধন্যবাদ, যাঁদের অসাধারণ সম্পাদনায় ছবিটি সুন্দর হয়েছে, ধন্যবাদ অনুরাগীদের, যাঁরা আজ একই রকম ডিপি রেখেছেন....আমি বিশ্বে সবথেকে ভাগ্যবান মেয়ে", বার্তা আবেগ আপ্লুত শ্রদ্ধার।
১৯৯৪ সালের ছবি ‘আ স্টার ইজ বর্ন‘-এর উপর ভিত্তি করেই এই ছবি। ১৯৯০ সালের মিউজিক্যাল ড্রামা ‘আশিকী’র সিক্যুয়েল এই ছবি।
সম্প্রতি মুক্তি পেয়েছে শ্রদ্ধা অভিনীত ‘বাঘি ৩’। ছবিতে তাঁর সঙ্গে কাজ করেছেন টাইগার শ্রফ ও আদিত্য রায় কপূর।