নয়াদিল্লি: শ্যুটিং করতে গিয়ে জখম হলেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপূর। একটি বিজ্ঞাপনের শ্যুটিং করতে গিয়ে হাঁটুতে আঘাত লাগল তাঁর। মুম্বইয়ে শ্যুটিংয়ের সময় কার্পেটে হোঁচট লেগে হুমড়ি খেয়ে পড়েন তিনি। এতে তাঁর হাঁটু কেটে যায়।
জখম সেই হাঁটুর ছবি ইন্স্টাগ্রামে পোস্ট করে একথা জানিয়েছেন বাগী-র অভিনেত্রী।