নয়াদিল্লি: বর্তমানে সাফল্যের শিখরে রয়েছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কপূর। তাঁর একের পর এক সিনেমা বক্স অফিসে মুক্তি পাচ্ছে। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘স্ত্রী’ সিনেমা ১০০ কোটির বেশি টাকার ব্যবসা করেছে। এরইমধ্যে আজ বক্স অফিসে তাঁর ‘বাত্তি গুল মিটার চালু’ সিনেমা মুক্তি পেয়েছে।
সাফল্যের এই যাত্রার মধ্যেই শ্রদ্ধা জানিয়েছেন, গত কয়েক বছর ধরে অসুস্থতায় ভুগছেন। আসলে এই অসুস্থতা উদ্বেগজনিত। তিনি বলেছেন, ‘আমি গত কয়েক বছর অ্যাংজাইটিতে ভুগছি। তবে আমি ইতিবাচক মনোভাব নিয়ে লড়াই করছি।প্রত্যেকদিন নিজেকে উদ্দীপ্ত করি। এছাড়াও, আমি পরিবারের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করি। পরিবারের সদস্যদের সঙ্গে ছুটি কাটাতে যাই। আমার মনে হয়, পরিবার ও প্রকৃতিতে অনুভব করা প্রত্যেকের জীবনে একটা মৌলিক জরুরি বিষয়’।