শ্রদ্ধার পোষা কুকুরের নাম শাইলো। নানা মঞ্চ থেকেই জীবজন্তুদের প্রতি তাঁর ভালবাসার কথা প্রকাশ করেছেন তিনি। তাঁর বক্তব্য, নিরাপদে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে পালিত হোত আলোর উৎসব। টুইটার ভিডিওয় দীপাবলীতে পশুদের কথা ভাবতে বললেন শ্রদ্ধা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 Oct 2017 04:14 PM (IST)
মুম্বই: সাহোর শ্যুটিং অর্ধেক শেষ। নায়িকা শ্রদ্ধা কপূর টুইটারে এক ভিডিও পোস্ট করেছেন দীপাবলীতে জন্তু জানোয়ারদের কষ্টের কথা তুলে। প্রচণ্ড শব্দে ভয়ে কুঁকড়ে থাকে তারা। ফ্যানদের তাঁর অনুরোধ, দীপাবলী হোক, তবে শব্দ ও দূষণ নয়। দেখুন শ্রদ্ধার পোস্ট