কলকাতা: অমিত শাহর সভায় যাওয়ার পথে, গোলি মারো স্লোগান দেওয়ার ঘটনায় গতকালই নিউ মার্কেট থানা থেকে গ্রেফতার করা হয় ৩ জনকে। এখানেই শেষে নয়, এই ঘটনায় গ্রেফতার করা হল আরও এক বিজেপি নেতাকে। এনিয়ে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪। গতকাল রাতে নিউ মার্কেট থানা ও ঘোলা থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে বাড়ি থেকে বিজেপি নেতা সুজিত বড়ুয়াকে গ্রেফতার করে। ফেসবুকে আপলোড করা ভিডিও-তে ওই বিজেপি নেতার মুখে গোলি মারো স্লোগান শোনা যায়। পুলিশ সূত্রে খবর, গোলি মারো স্লোগানকাণ্ডে প্রায় ২৫ জনকে চিহ্নিত করা হয়েছে।
রবিবার শহিদ মিনারে অমিত শাহর সভায় যোগ দিতে আসার পথে, জওহরলাল নেহরু রোডে একটি মিছিল থেকে বিজেপি কর্মীরা গোলি মারো স্লোগান দেন। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে টিভি ফুটেজ দেখে অভিযুক্তদের সনাক্ত করে পুলিশ। পরে তিন বিজেপি কর্মী সুরেন্দ্রকুমার তিওয়ারি, পঙ্কজ প্রসাদ ও ধ্রুব বসুকে গ্রেফতার করা হয়। ধৃতদের বিরুদ্ধে যে সমস্ত ধারায় মামলা রুজু হয়েছে, তার মধ্যে জামিন অযোগ্য ধারাও রয়েছে।
ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে তা নিয়ে পাল্টা আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নেতাজি ইন্ডোরের সভায় তৃণমূলনেত্রী বলেন, 'কাল যারা স্লোগান দিয়েছে, আমার বলতেও লজ্জা করে।...সবার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমরা ছেড়ে দেব না। কারা গদ্দার, সেটা মানুষ ঠিক করবে'
মমতার মন্তব্যকে কটাক্ষ করে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, হিংসা করলে গ্রেফতার হয় না, জয় শ্রীরাম বললে গ্রেফতার হয়।
অন্যদিকে, এই স্লোগানকাণ্ডকে বিশেষ গুরুত্ব দিতে চাননি রাজ্যপাল ধনকড়ও।