কী এই স্কাল ব্রেকার চ্যালেঞ্জ?
তিনজনকে পাশাপাশি দাঁড়াতে হবে। তারপর একসঙ্গে শূন্যে লাফ। দুই পাশে দাঁড়িয়ে থাকা দুজন মাঝের জনকে পা দিয়ে আঘাত করবে। আর পিছন দিকে সপাটে পড়বে মাঝের জন।
কেন বিপদ?
ডাক্তাররা বলছেন, এই খেলায় মাঝের জন পড়ে হাড় ভাঙতে পারে। মাথায় আঘাত লাগতে পারে। রক্তক্ষরণ হতে পারে। কোমায় চলে যেতে পারে। এমনকী প্রাণও হারাতে পারে মাঝের জন।
অস্থিরোগ বিশেষক্ষ ডা. অরবিন্দ মেহেরা জানাচ্ছেন, " নতুন এই খেলাটি বিভিন্ন দেশে ভাইরাল হয়ে গেছে। বিশেষত ছড়িয়ে পড়েছে পশ্চিমের দেশ গুলিতে। এই খেলা প্রাণ ছিনিয়ে নিতে পারে।"
কী কী ঘটতে পারে?
• শিড়দাড়ায় চোট
• কব্জি ভাঙা
• কোমর ভাঙা
• লুম্বার বোন ভেঙে যাওয়া
• ঘাড়ে প্রাণঘাতী চোট
• মস্তিষ্কে চোট
চিকিৎসকদের মতে, বেশিরভাগ ক্ষেত্রেই বাচ্চারা এই খেলায় মাতছে। তাদের ক্ষেত্রে চোট ভয়াবহ হতে পারে। এই চ্যালেঞ্জ নিতে গিয়ে সারাজীবনের মতো পঙ্গু হয়ে যেতে পারে তারা।
এর আগেও সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলেছিল মোমো চ্যালেঞ্জ, সিনামোন চ্যালেঞ্জ, ব্লু হোয়াল চ্যালেঞ্জের মতো প্রাণঘাতী খেলা। এবার কি স্কাল ব্রেকার চ্যালেঞ্জ?
ইউরোপ, আমেরিকায় ইতিমধ্যেই হু হু করে ছড়াচ্ছে এই চ্যালেঞ্জ। এবার ভারতেও আস্তে আস্তে প্রচার পাচ্ছে স্কাল ব্রেকার চ্যালেঞ্জ।