মুম্বই: অভিনেত্রী শ্রদ্ধা কপূর, সম্প্রতি তাঁর টুইটার হ্যান্ডেলে সিয়াচেনে ভারতীয় সেনাবাহিনীর একটি ছবি শেয়ার করেন। ছবিটি দিয়ে ভারতীয় সেনা জওয়ানদের স্যালুটও জানান অভিনেত্রী। কিন্তু তারপর তাঁকে পড়তে হল নেটিজেনদের আক্রমণের মুখে।
প্রসঙ্গত, সাধারণ আমজনতার মতো সোশ্যাল মিডিয়ায় আসা বিভিন্ন ছবি, বার্তা শেয়ার করেন তারকা-মন্ত্রীরাও। কিন্তু সেই সমস্ত বিষয়ের সত্যতা যাচাই না করে দেওয়াটা যে কত বড় অন্যায়, সেটা বোধহয় বারংবার তারকারা বুঝতে পারছেন। দিন কয়েক আগে একটি ভুল মেসেজ শেয়ার করার জন্যে ট্রোল করা হয়েছিল মন্ত্রী-গায়ক বাবুল সুপ্রিয়কে। এবার সেনাবাহিনীর ছবি শেয়ার করার জন্যে ট্রোলড হতে হল শ্রদ্ধাকে। কারণ, অভিনেত্রী না জেনেই একটি ভুয়ো ছবি পোস্ট করে ফেলেছেন। ছবিটা ভারতীয় নয়, রুশ সেনা জওয়ানদের। শ্রদ্ধা ছবিটি পোস্ট করার পর তাঁর ভক্তরা বলেছেন, খুব ভাল ভাবনা, তবে ছবিটি রাশিয়ার সেনা বাহিনীর। আমাদের এমনিতেই ভারতীয় সেনাবাহিনীর জন্যে মনে প্রচুর শ্রদ্ধা আছে। ভুয়ো ছবি দিয়ে সেটা বাড়ানোর কোনও প্রয়োজন নেই।
এই সেই বিতর্কিত ছবি, যার জন্যে ট্রোলড হলেন শ্রদ্ধা। এই ছবিটি সিয়াচেনেও তোলা হয়নি। প্রথম পোস্ট করা হয়েছিল ২০১৩ সালে, জানিয়েছেন অপর এক টুইটারাইট।
রুশ জওয়ানদের ছবি ভারতীয় সেনার বলে পোস্ট, ট্রোলড শ্রদ্ধা কপূর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 Dec 2017 02:28 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -