কিন্তু সম্প্রতি জানা গেল, ওই বায়োপিক থেকে সরে এসেছেন শ্রদ্ধা কপূর। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, ব্যস্ত সূচীর কারণেই শ্রদ্ধা এই সিনেমা থেকে সরে দাঁড়ালেন। চলতি বছর একের পর এক সিনেমায় কাজ করছেন স্ত্রী-র অভিনেত্রী শ্রদ্ধা কপূর। বর্তমানে তিনি ছিছোরে সিনেমার শ্যুটিং করছেন। এরপর স্ট্রিট ড্যান্সার ৩ ডি-র শ্যুটিং করবেন। এরপর তাঁর সাহো সিনেমা মুক্তি পাবে।
ভারতের অন্যতম সফল ক্রীড়া ব্যক্তিত্ব সাইনা। সেই সাইনার বায়োপিকে কাজের দিন দিতে পারেননি শ্রদ্ধা।
উল্লেখ্য, এই বায়োপিকে কাজের আগ্রহ দেখিয়েছিলেন পরিণীতি চোপড়া। এবার তাঁকেই শ্রদ্ধা কপূরের পরিবর্তে সাইনার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বলে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে।
সাইনার বায়োপিকের অন্যতম প্রযোজক ভূষণ কুমার এই খবরের সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেছেন, ২০২০-র শুরুতেই যাতে সিনেমাটি মুক্তি পেতে পারে সেজন্য চলতি বছরের শেষ হওয়ার আগেই শ্যুটিংয়ের কাজ শেষ করতে তাঁরা চেয়েছিলেন। তাই প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যেতে সহমতির ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিণীতি সিনেমার কাজে যোগ দিতে এগিয়ে আসায় তাঁর খুশি বলে জানিয়েছেন কুমার। তিনি বলেছেন, সাইনা ভারতবাসীকে গর্বিত করেছেন। তাই অলিম্পিকের বছর পর্যন্ত তাঁর বায়োপিক মুক্তির জন্য অপেক্ষা করা যায় না।
এবার পরিণীতিকে এই সিনেমার জন্য প্রশিক্ষণ নিতে দেখা যাবে।