Shrimati: জুটিতে সোহম-স্বস্তিকা, ৮ জুলাই মুক্তি পাবে 'শ্রীমতী'

পরিচালক অর্জুন দত্তের হাত ধরে এই প্রথমবার রুপোলি পর্দায় জুটি বাঁধছেন সোহম চক্রবর্তী-স্বস্তিকা মুখোপাধ্যায়। এর আগে অর্জুনের দুটি ছবি 'অব্যক্ত' ও 'গুলদস্তা' প্রশংসা কুড়িয়েছে বিভিন্ন মহলে

Continues below advertisement

কলকাতা: একজন সাধারণ গৃহবধূর অসাধারণ হয়ে ওঠার গল্প বলতে পর্দায় মুক্তি পাচ্ছে 'শ্রীমতী' (Shrimati)। ছবির মুখ্যভূমিকায় অভিনয় করছেন স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee), সোহম চক্রবর্তী (Soham Chakraborty)। এই ছবির হাত ধরেই বড়পর্দায় প্রথম পা রাখছেন তৃণা সাহা (Trina Saha)। যদিও ইতিমধ্যেই অরিন্দম শীলের ছবির শ্যুটিং শুরু করেছেন তিনি। কিন্তু ইতিমধ্যেই সারা 'শ্রীমতী'-র শ্যুটিং। জুলাই মাসের ৮ তারিখ মুক্তি পাবে এই ছবি। পরিচালনার দায়িত্বে রয়েছেন অর্জুন দত্ত (Arjun Dutta)। 

Continues below advertisement

জুটিতে সোহম স্বস্তিকা

পরিচালক অর্জুন দত্তের হাত ধরে এই প্রথমবার রুপোলি পর্দায় জুটি বাঁধছেন সোহম চক্রবর্তী-স্বস্তিকা মুখোপাধ্যায়। এর আগে অর্জুনের দুটি ছবি 'অব্যক্ত' ও 'গুলদস্তা' প্রশংসা কুড়িয়েছে বিভিন্ন মহলে। 'শ্রীমতী' অর্জুন দত্তের তৃতীয় ছবি। এই ছবিতে প্রথমবার সোহম ও অর্জুন একে অপরের সঙ্গে কাজ করলেন। স্বস্তিকার সঙ্গে এটা অর্জুনের দ্বিতীয় কাজ। কেএসএস অর্থাৎ কান সিং সোধার  প্রযোজনা সংস্থা থেকে মুক্তি পাচ্ছে এই ছবিটি।

ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির একটি গান 'শোন শোন'। নতুন এই গানে শোনা গিয়েছে সোমলতার গলা। সঙ্গীতশিল্পী বলছেন, 'গানের কথা ও সুর দুটোই সৌম্য রিতের। ওর সঙ্গে এই প্রথম আমার কাজ। গানের কথা এবং সুরটা প্রথমবার শুনে আমার এতটাই ভালো লাগে যে আমি রাজি হয়ে যাই।'

আরও পড়ুন: 'তারলা দালাল'-এর বায়োপিকে হুমা কুরেশি, ফার্স্টলুকেই রইল চমক

গানের চিত্রায়ণে দেখা যাচ্ছে, কলকাতার রাস্তায় একাকী ঘুরে বেড়াচ্ছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। পরণে সাদা প্যান্ট, হলুদ টি-শার্ট আর সাদা শার্ট। কখনও তিনি রেস্তোরাঁয় বসে খাবার খাচ্ছেন আবার কখনও গাছের পাতা কুড়োচ্ছেন বা ছোটদের খেলা দেখছেন। গানের কথায় নিজেকে খুঁজে নেওয়ার বার্তা আর মনখারাপের ছোঁয়া।

গল্প আবর্তিত হয়েছে এক উচ্চবিত্ত পরিবারের গৃহবধূর জীবনকে কেন্দ্র করে। ছবির প্রথম গানে আভাস পাওয়া যায় তারই। ছবিতে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে বরখা বিস্ত সেনগুপ্তকে। মল্লিকার ভূমিকায় রয়েছেন বরখা। শ্রী অর্থাৎ শ্রীমতীর জীবনে মল্লিকার আগমন কী বদলে দেবে 'শ্রী'-এর জীবন? উত্তর দেবে ছবির গল্প। মজার মোড়কে এক বদলে যাওয়া গৃহবধূর জীবন নিয়েই গল্প বুনেছেন অর্জুন। অর্জুনের এই আগের দুটি ছবিতেও প্রাধান্য পেয়েছে নারীচরিত্রই।

">

Continues below advertisement
Sponsored Links by Taboola