মূক বধির শিশুকে ধর্ষণ করে খুন, ছত্তিশগড়ে মৃত্যুদণ্ড পেল অপরাধী
ABP Ananda, Web Desk | 26 Aug 2018 01:45 PM (IST)
রায়পুর: ছত্তিশগড়ের দুর্গ জেলার এক আদালত এক খুনি ও ধর্ষণকারীকে প্রাণদণ্ড দিল। ২০১৫ সালে ৫ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণ করে মেরে ফেলে সে। আসামীর নাম রাম সোনা। ২৪ বছরের এই যুবককে শুক্রবার ফাঁসির সাজা শুনিয়েছেন বিশেষ বিচারক শুভ্রা পচৌরি। প্রমাণ লোপের কারণে তার মা কুন্তী সোনা ও বন্ধু অমৃত সিংহকে দেওয়া হয়েছে ৫ বছর করে কারাদণ্ড। ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি দুর্গের খুরসিপাড় এলাকার বাসিন্দা ওই ব্যক্তি পাড়ার ৫ বছর বয়সী মূক বধির শিশুটিকে ধর্ষণের পর গলা টিপে খুন করে। পরে তার মা ও বন্ধু অমৃত দেহটিকে প্লাস্টিকের বস্তায় পুড়ে দূরে এক নির্জন জায়গায় ফেলে দিতে সাহায্য করে তাকে। দুর্গ জেলায় এই প্রথম এ ধরনের অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হল।