কী ছিলেন, কী হয়েছিলেন, এরপর কী! সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার শুভশ্রীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 Oct 2020 08:46 PM (IST)
কিছুদিন হল মা হয়েছেন বাংলা সিনেমার অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। পুত্রসন্তানের জন্ম দিয়েছেন পরিচালক রাজ চক্রবর্তীর ঘরণী শুভশ্রী।
কলকাতা: কিছুদিন হল মা হয়েছেন বাংলা সিনেমার অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। পুত্রসন্তানের জন্ম দিয়েছেন পরিচালক রাজ চক্রবর্তীর স্ত্রী শুভশ্রী। পরিচালক-অভিনেত্রী জুটির ঘরে নতুন অতিথি আসতে চলেছে জানার পরই অত্যন্ত উৎসুক ছিলেন অনুরাগীরা। লকডাউন চলাকালে স্বামীর সঙ্গে ছবি শেয়ার করে অন্তঃসত্ত্বা হওয়ার খবর অনুরাগীদের জানিয়েছিলেন শুভশ্রী। কিছুদিন আগেই পুত্রসন্তান ইউভানের জন্ম দিয়েছেন তিনি। অনুরাগী ও সহশিল্পীরা হৃদয় উজাড় করে শুভশ্রী ও রাজকে শুভেচ্ছা জানিয়েছিলেন। আপাতত শুভশ্রীর কাজে ফিরে আসাই লক্ষ্য। এরইমধ্যে শুভশ্রী নিজের পুরানো ছবির কোলাজ শেয়ার করলেন। ছবির কোলাজে তাঁর পুরানো ছবি, অন্তঃসত্ত্বা থাকার সময়ের ফটোশ্যুটের ছবি শেয়ার করেছেন তিনি। ছবির মাধ্যমে অন্তঃসত্ত্বা হওয়ার আগে ও অন্তঃসত্ত্বা থাকাকালীন সময়ে তিনি কেমন ছিলেন-এই কোলাজের মাধ্যমে তুলে ধরেছেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন, এমন ছিলাম, সেখান থেকে এমন হয়েছিলাম..এখন দেখা যাক-এরপর কী হয়।