মুম্বই: তাঁদের বিয়ে ঘিরে কড়া নিরাপত্তা। কিন্তু সেই নিরাপত্তা বলয়কেও ডিঙিয়ে যাচ্ছে অনুরাগীদের উৎসাহ। রাজস্থানের যে সূর্যগড় প্যালেসে চার হাত এক হবে সিদ্ধার্থ মলহোত্র (Siddharth Malhotra) ও কিয়ারা আডবাণী (Kiara Advani), সেখানে কী চলছে সেই খবর বারে বারেই জায়গা করে নিচ্ছে খবরের শিরোনামে।
এর আগে শোনা যাচ্ছিল, ৬ তারিখ, অর্থাৎ আগামীকাল সাত পাকে বাঁধা পড়বেন 'শেরশাহ' (Sher Shaa) জুটি। কিন্তু সূত্রের খবর, আগামীকাল নয়, একদিন পিছিয়ে বিয়ের দিন ঠিক হয়েছে ৭ তারিখ। অর্থাৎ, প্রতীক্ষার আরও একদিন বাড়ল। কিয়ারাকে বধূবেশে দেখার জন্য সিদ্ধার্থকে অপেক্ষা করতে হবে আরও ২ রাত।
জানা যাচ্ছে, এখনও রাজস্থানের সূর্যগড় ফোর্টে আসছেন অতিথি অভ্যাগতরা। সবাই এখনও পৌঁছতে পারেননি। আর সেই সমস্ত পরিস্থিতি মাথায় রেখেই একদিন পিছিয়ে দেওয়া হয়েছে বিয়ের দিন। তবে বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। রাজস্থানে পৌঁছে গিয়েছেন হবু বর-কনে আর আত্মীয়, পরিবার, পরিজনেরাও।
সূত্রের খবর, আজই মেহেন্দির রঙে রাঙা হয়ে ওঠার রাত কিয়ারার। সূর্যগড় ফোর্টে আজই আয়োজন করা হয়েছিল মেহেন্দির অনুষ্ঠানের। সেখানেই মেহেন্দি হওয়ার কথা কিয়ারার। আগামীকালই ফোর্টে পৌঁছে যাবেন অধিকাংশ অতিথিরা। তাঁদের স্বাগত জানাতে আয়োজন থাকবে ঢালাও খাওয়া দাওয়ার। সন্ধের জন্যও করা হবে বিশেষ আয়োজন।
আরও পড়ুন: Aindrila Sharma: বাড়ি থেকে শ্যুটিং সেট, কেমন করে জন্মদিনটা কাটাতেন ঐন্দ্রিলা? জানালেন তাঁর দিদি
এরপর, বিয়ের দিন। ৭ ফেব্রুয়ারি, অর্থাৎ ভ্যালেন্টাইনস সপ্তাহ শুরুর দিন। ক্যালেন্ডার বলছে সেদিন গোলাপ দিবস (Rose Day)। আর সেইদিনই সাত পাকে বাঁধা পড়ার কথা সিদ্ধার্থ-কিয়ারার। ৭ তারিখ সকালে অনুষ্ঠিত হবে হলদি অনুষ্ঠান। প্রাসাদের হাভেলিতে আয়োজন করা হয়েছে সেই অনুষ্ঠানের।
৭ তারিখ সন্ধেয় বিবাহবেশে সেজে উঠবেন সিদ্ধার্থ-কিয়ারা। রাজস্থানের সূর্যগড় প্যালেসের বিখ্যাত স্টেপওয়েলে বিশেষভাবে বানানো হয়েছে সিদ্ধার্থ ও কিয়ারার বিয়ের মণ্ডপ। সেখানেই সম্পন্ন হবে বিয়ের অনুষ্ঠান। সেইদিনই আয়োজন করা হয়েছে রিসেপশনের। অতিথিদের জন্য থাকবে বিশেষ ব্যবস্থা।
৮ তারিখ সূর্যগড় প্যালেস ছেড়ে সংসার করতে পাড়ি দেবেন সিদ্ধার্থ-কিয়ারা। কর্মসূত্রে দুজনেরই ঠিকানা এখন মায়ানগরী। আন্দাজ করা যায়, আরব সাগরের পাড়েই ঘর বাঁধবেন তাঁরা। কিয়ারা-সিদ্ধার্থের বিয়ের ছবির অপেক্ষায় গোটা দেশ। প্রহর গুনছেন অনুরাগীরা। নতুন জীবন শুরু করার প্রহর গুনছেন কিয়ারা-সিদ্ধার্থও। আরও একটা দিন লম্বা হল সেই অপেক্ষা।