প্রসেনজিৎ সাহা, ত্রিপুরা: ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় বিধানসভা (Tripura Aeembly Election) ভোট। সেখানে ভোটে লড়ছে তৃণমূল (TMC)। তার জন্য ইস্তাহারও বের করা হয়েছে। তাতে বাংলা মডেল তুলে ধরেছে তৃণমূল। সেই ঘটনায় তৃণমূলকে কটাক্ষ করলেন ত্রিপুরায় মুখ্যমন্ত্রী। তৃণমূলকে তুলনা করলেন পরিযায়ী পাখির সঙ্গে। 


ত্রিপুরার বিজেপি (BJP) সরকারের মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, 'তৃণমূল পরিযায়ী পাখির মতো, ৬ শতাংশ ভোটের জন্য বারবার আসে।'


তৃণমূলের ইস্তাহারে কী?
তৃণমূলের বাংলা মডেল এবার ত্রিপুরায়। ত্রিপুরায় তৃণমূলের ইস্তেহারে লক্ষ্মীর ভাণ্ডার। বাংলার মতোই ত্রিপুরায় তৃণমূলের ইস্তেহারে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, সবুজ সাথীর উল্লেখ। চাকরি হারানো ১০ হাজার ৩২৩ জন শিক্ষককে আর্থিক সাহায্যের কথাও উল্লেখ ইস্তেহারে। ৫ বছরে ত্রিপুরায় ২ লক্ষ কর্মসংস্থানের উল্লেখ তৃণমূলের ইস্তেহারে। এক লক্ষ কর্মহীন যুবককে প্রতি মাসে হাজার টাকা করে দেওয়ারও প্রতিশ্রুতি ইস্তেহারে। বেসরকারি বিনিয়োগকে উৎসাহিত করতে ভিসন ত্রিপুরা ২০২৮। ত্রিপুরায় কৃষক বন্ধু প্রকল্পেরও উল্লেখ তৃণমূলের ইস্তেহারে। 'বাংলা মডেল সফল, ত্রিপুরায় সুযোগ দিলে, আমরা করে দেখাব', মন্তব্য ব্রাত্যর।


বিজেপির কটাক্ষ:
ত্রিপুরা বিজেপির প্রধান মুখপাত্র সুব্রত চক্রবর্তী বলেন, 'বাংলা মডেলের কথা বলছেন, সেটা তো দুয়ারে সন্ত্রাস, দুর্নীতি, সেগুলো মানুষ দেখে নিয়েছে। এতে কাজ হবে না। ত্রিপুরার মানুষ ওদের বিশ্বাস করে না।'


একইদিনে মমতা-শাহ:
সোমবার, একই দিনে উত্তর-পূর্বের এই রাজ্যে পৌঁছচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার দুপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ত্রিপুরায় পা রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিয়ে সন্ধেয় দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন বাংলার মুখ্যমন্ত্রী। মঙ্গলবার আগরতলার রবীন্দ্রভবন থেকে ৭ কিলোমিটার পদযাত্রা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 
পদযাত্রার শেষে রবীন্দ্রভবনেই হবে তাঁর নির্বাচনী সভা। অন্যদিকে সোমবার ত্রিপুরা দক্ষিণ জেলার শান্তিরবাজার ও খোয়াইতে জনসভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ


সিপিএম ও তিপ্রা মথা ইতিমধ্যে তাদের ইস্তেহার প্রকাশ করেছে। ত্রিপুরায় সিপিএম ও কংগ্রেসের জোটের জটও ইতিমধ্যেই কেটে গিয়েছে। এদিন ইস্তেহার প্রকাশ করল তৃণমূল। যদিও বিজেপি এখনও ইস্তেহার প্রকাশ করেনি। আগামী ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। ভোটের ফল বেরবে ২ মার্চ। 


আরও পড়ুন: ভূরি ভূরি অভিযোগ সত্ত্বেও কেন তদন্ত হল না, আদানি-প্রশ্নে কাঠগড়ায় মোদি, ‘হ্যায় কৌন’ সিরিজ চালু করল কংগ্রেস