মুম্বই: রাজস্থানের জয়সলমেরে সূর্যগড় প্যালেসে বসেছে সিদ্ধার্থ মলহোত্র (Sidharth Malhotra) এবং কিয়ারা আডবাণীর (Kiara Advani) বিয়ের আসর। ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছেন হবু বর, কনে ও তাঁদের পরিবার। জয়সলমের বিমানবন্দরে দেখা গিয়েছে দুই তারকাকে। আগে কিয়ারা। তারপর সিদ্ধার্থ। একে একে পরিবারের সঙ্গে সূর্যগড় প্যালেসে পৌঁছন তাঁরা। আর বিমানবন্দরেই পাপারাজ্জিদের প্রশ্নের উত্তরে অভিনেতার পরিবারের লোকেরা এককথায় বিয়ের (Sidharth Kiara Wedding) কথা স্বীকারই করে নিলেন।
সিদ্ধার্থ - কিয়ারার বিয়ে নিশ্চিত করল অভিনেতা পরিবার?
এদিন নেট দুনিয়ায় পাপারাজ্জিদের পক্ষ থেকে বেশ কয়েকটি ভিডিও পোস্ট করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, কালো সোয়েট শার্ট, ম্যাচিং ট্রাউজার্স এবং সাদা রঙের স্নিকারে বিমানবন্দরে হাজির হয়েছেন সিদ্ধার্থ মলহোত্র। সেখানে যখন অভিনেতাকে ছবি শিকারীরা তাঁর নাম ধরে ডেকে অভিনন্দন জানান, সিদ্ধার্থ তাঁদের দিকে তাকিয়ে হাসেন এবং মাথা নাড়েন। অন্য আর একটি ভিডিওতে দেখা যায়, সিদ্ধার্থের মা-কে পাপারাজ্জিরা হবু পুত্রবধূর সম্পর্কে জিজ্ঞাসা করছেন। উত্তরে অভিনেতার মা বলছেন, 'আমরা খুবই উত্তেজিত।' অন্যদিকে, সিদ্ধার্থের ভাই হর্ষদ মলহোত্রই নিজেদের উত্তেজনার কথা জানিয়েছেন। তাই আকারে ইঙ্গিতে তাঁরা বুঝিয়েই দিচ্ছেন যে, কিয়ারা আডবাণীকে পুত্রবধূ হিসেবে পাওয়ার বিষয়ে তাঁরা কতটা উত্তেজিত রয়েছেন।
আরও পড়ুন - Sidharth Kiara Wedding: এইদিন হবে সিদ্ধার্থ-কিয়ারার গ্র্যান্ড রিসেপশন
প্রসঙ্গত, ডিজাইনার মনীশ মলহোত্রর সঙ্গে বিমানবন্দরে দেখা যায় কিয়ারা আডবাণীকে। পাপারাজ্জিদের দিকে তাকিয়ে অভিনেত্রী হাসেন। তাঁর চোখে মুখে উত্তেজনা দেখতে পান নেটিজেনরা।
বিভিন্ন সূত্র অনুযায়ী জানা গিয়েছে, মুম্বইয়ের এক ওয়েডিং প্ল্যানিং কোম্পানি সমস্ত কিছু আয়োজনের দায়িত্ব নিয়েছে। ১০০ থেকে ১৫০ জন অতিথি হাজির থাকতে পারেন। হাই প্রোফাইল এই বিয়েতে বলিউড ইন্ডাস্ট্রির অনেক তারকা ছাড়াও আমন্ত্রিত রয়েছেন আরও বেশ কয়েকজন ভিভিআইপি। বিশেষ নিরাপত্তা ব্যবস্থারও আয়োজন রয়েছে সেখানে। অতিথিদের জন্য রাখা রয়েছে মার্সিডিজ, বিএমডব্লিউ, জাগুয়ারের মতো ৭০টি বিলাসবহুল গাড়ি। শোনা যাচ্ছে, বিবাহের স্থানের জন্য প্রতিদিনের হিসেবে মোটা টাকা খরচ করছেন সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণী। জয়সলমীরের সূর্যগড় প্যালেসে সাধারণত রাজকীয় বিবাহ আয়োজন করা হয়ে থাকে। আমন্ত্রিত অতিথিরা রাজকীয় অভিজ্ঞতা পান। হোটেলটিতে রয়েছে ৮৪টি ঘর। ৯২টি শোওয়ার ঘর। ২টি বড় বাগান। একটি কৃত্বিম লেক। একটি জিম। একটি ইন্ডোর সুইমিংপুল। ভিলা। দুটি বড় রেস্তোরাঁ। এবং আরও নানা বিলাসবহুল ব্যবস্থা। জানা যাচ্ছে, এপ্রিল থেকে সেপ্টেম্বরের সময়ে এখানে বিবাহের আয়োজনের জন্য প্রতিদিন খরচ হয় ১.২০ কোটি টাকা করে। আর প্রায় ২ কোটি টাকা প্রতিদিনের হিসেবে খরচ হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যেকার সময়টায়। এর কারণ হিসেবে জানা যাচ্ছে, এই সময়টায় সবথেকে বেশি পর্যটকরা এখানে এসে থাকেন। আর সিদ্ধার্থ - কিয়ারার বিয়েটাও ঠিক হয়েছে এই বিশেষ সময়টাতেই। তাই তিনদিনে সিদ্ধার্থ- কিয়ারার বিয়ের জন্য এই স্থানে মোট খরচ হবে ৬ কোটি টাকার মতো। এছাড়াও, যদি প্রাইভেট ট্রাভেল এবং আরও নানা কিছু এর সঙ্গে যোগ হয়, তাহলে খরচের পরিমাণ আরও বাড়তে পারে। বলিউডের সবথেকে বেশি খরচ সাপেক্ষ বিবাহগুলির তালিকায় থাকতে চলেছে সিদ্ধার্থ - কিয়ারার বিয়ে।