মুম্বই: ডেরা সাচা সৌদা প্রধান গুরমিত রাম রহিম সিংহের বিরুদ্ধে আদালতের রায় নিয়ে হরিয়ানা তখন উত্তেজনায় থরথর করে কাঁপছে। রাস্তায় নেমে পড়েছেন ডেরা সমর্থকরা, যে কোনও মুহূর্তে বেধে যাবে অশান্তি। ঠিক সে সময় সিদ্ধার্থ মালহোত্রার টুইট। পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন ঠিকই, সঙ্গে টুক করে নিজের ছবির কথাটা জুড়ে দিতেও ভুললেন না।


সঙ্গে সঙ্গে টুইটারে ঝড়। রাজনীতিবিদ থেকে সাধারণ মানুষ- সকলে ধিক্কার জানান সিদ্ধার্থের এই অশান্তির আঁচে নিজের রুটি সেঁকে নেওয়ার ফন্দিকে।

ওমর আবদুল্লা লেখেন



দেখুন অন্য টুইটার ব্যবহারকারীদের প্রতিক্রিয়া









হিটের জন্য মরিয়া সিদ্ধার্থ পরে অবশ্য সম্বিত ফিরে পান। তিনি ফের টুইট করেন, রায় বার হওয়ার আগে প্রথম টুইটটি করেন তিনি। পঞ্জাব ও হরিয়ানায় যে পরিস্থিতি চলছে তাতে তিনি প্রকৃতই দুঃখিত।





পাঁচকুলার সিবিআই আদালতে ডেরা প্রধান ধর্ষণের অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার পর অশান্তির জেরে অন্তত ২৮ জন নিহত হয়েছেন, আহতের সংখ্যা ২০০-র বেশি। ডেরা সমর্থকরা আদালত চত্বরে মারাত্মক অশান্তি চালিয়েছে, ভাঙচুর করেছে গাড়ি, বাস, পুলিশকে মেরেছে, সংবাদ মাধ্যমের গাড়ি, সাংবাদিকরাও বাদ যাননি। প্রচুর সরকারি ও সাধারণ মানুষের সম্পত্তি নষ্ট করেছে তারা।