মুম্বই: বলিউডের অন্যতম চর্চিত জুটি সিদ্ধার্থ মলহোত্র (Sidharth Malhotra) এবং কিয়ারা আডবাণী (Kiara Advani)। পর্দায় যেমন তাঁদের রসায়ন নজরকাড়া, তেমনই পর্দার বাইরেও তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন কম রটে না। বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যায়, শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসবেন তাঁরা (Sidharth Kiara Marriage)। কিছুদিন আগে কর্ণ জোহরের জনপ্রিয় চ্যাট শো 'কফি উইথ করণ'-এ কিয়ারা আডবাণীর সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খোলেন সিদ্ধার্থ মলহোত্র। সম্প্রতি বিয়ে প্রসঙ্গে নিজের প্রতিক্রিয়া দেন কিয়ারা। আর প্রেমিকার পর এবার একই প্রসঙ্গে কথা বলতে শোনা গেল সিদ্ধার্থ মলহোত্রকে।
কিয়ারা সঙ্গে বিয়ে প্রসঙ্গে কী বললেন সিদ্ধার্থ মলহোত্র?
বিভিন্ন সূত্র অনুযায়ী শোনা যাচ্ছেস আগামী বছর অর্থাৎ ২০২৩-এর এপ্রিলে বিয়ে সারতে পারেন সিদ্ধার্থ মলহোত্র এবং কিয়ারা আডবাণী। আরও জানা গিয়েছে, দুই তারকা আইনি বিবাহ সেরে ফেলার পর ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যদের জন্য গ্র্যান্ড পার্টি দিতে পারেন। যার ঘোষণা তাঁরা শীঘ্রই করবেন। আর এবার কিয়ারার সঙ্গে বিয়ে প্রসঙ্গে নিজের প্রতিক্রিয়া দিলেন সিদ্ধার্থ। এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে জানিয়ে দেন যে, কিয়ারা আডবাণীর সঙ্গে যদি তাঁর বিয়ে সত্যিই হয়, তাহলে তা লুকিয়ে রাখা সম্ভব নয়। এটা তাঁর কাছে গোপন করা অত্যন্ত কষ্টকর একটা কাজ। অভিনেতা বলেন, 'এই সমস্ত খবর আজ আর আমাকে বিরক্ত করে না। বলিউডে ১০টা বছর কাটিয়ে ফেলেচি। তাই মনে হয় না আজ আর কোনও গুঞ্জন আমার উপর কোনও প্রভাবে ফেলতে পারবে বলে। আমার তো মনে হয়, আজকের দিনে বিয়ের মতো কোনও খবর লুকিয়ে রাখা বেশ কষ্টকর একটা কাজ। আমাদের এটা অনুভব করা প্রয়োজন যে, কোনও না কোনও মাধ্যমে সত্যি খবরটা ঠিক বেরিয়ে আসে।'
আরও পড়ুন - Drishyam 2: 'দৃশ্যম টু' ছবিতে রহস্য বাড়াচ্ছে অক্ষয় খন্নার লুক, উত্তেজিত অনুরাগীরা
প্রসঙ্গত, সম্প্রতি একটি সাক্ষাৎকারে কিয়ারা জানিয়েছেন, সিদ্ধার্থের সঙ্গে সম্পর্ক নিয়ে আর কোনও দোটানা নেই।দুজনেই বিয়ের পরিকল্পনা করছেন তাঁরা। শুধু কি তাই, প্রায় ঠিক হয়ে গিয়েছে বিয়ের দিনও! শোনা যাচ্ছে, আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের এপ্রিল মাসে বিয়ে করবেন এই জুটি। জানা যাচ্ছে, দিল্লিতেই সিদ্ধার্থের বাড়ি। সেখানেই আয়োজন করা হতে পারে এই রাজকীয় বিয়ের। প্রথমে আইনি বিয়ে সারবেন তাঁরা। এরপর থাকবে একটি ককটেল পার্টি ও তারপর বিয়ের অনুষ্ঠান। তবে এই অনুষ্ঠান কোথায় হবে সেই নিয়ে এখনও মুখ খোলেননি কেউই। বলিউডের কারা এই বিয়েতে উপস্থিত থাকবেন, এই অনুষ্ঠান আদৌ মুম্বইতে হবে নাকি দিল্লিতে হবে তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।