‘শেরশাহ’ ছবিতে ক্যাপ্টেন বিক্রম বাত্রার ভূমিকায় দেখা যাবে সিদ্ধার্থকে। তাঁর সঙ্গে এই ছবিতে অভিনয় করেছেন কিয়ারা আডবাণী। ৩ জুলাই ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনা ভাইরাসের জেরে ছবিটির মুক্তি পিছিয়ে গিয়েছে। এই ছবির পরিচালক কর্ণ জোহরের ধর্মা প্রোডাকশনস এবং পরিচালক বিষ্ণু বর্ধন। ১৯৯৯ সালের ৪ জুলাই টাইগার হিলে ভারতের জাতীয় পতাকা তোলার ক্ষেত্রে অন্যতম বড় ভূমিকা ছিল ক্যাপ্টেন বাত্রার। তিনি প্রাণ দিয়ে ‘অপারেশন বিজয়’ সফল করতে বাহিনীকে সাহায্য করেন। ভারতের সামরিকবাহিনীতে সাহসিকতার শ্রেষ্ঠ পুরস্কার ‘পরম বীর চক্র’ দিয়ে সম্মান জানানো হয় তাঁকে। এই ক্যাপ্টেনের লড়াইয়ের ঘটনাই রুপোলি পর্দায় তুলে ধরেছেন সিদ্ধার্থ।