ট্রেন্ডিং

অবস্থান মঞ্চে প্রতীকী ক্লাসে পড়ুয়ারা, রিপোর্ট তলব রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের

বিকাশ ভবনে চাকরিহারাদের প্রতিবাদ সভায় পড়ুয়ারা, রিপোর্ট তলব রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের

পাক চর সন্দেহে ধৃত ইউটিউবার জ্যোতি মালহোত্রকে ঘিরে বিস্ফোরক তথ্য

বিকাশ ভবনের সামনে ধর্নার ১২ দিন, জারি আন্দোলন, হকের চাকরি ফেরত চেয়ে চলছে অবস্থান-বিক্ষোভ

সংঘর্ষবিরতির কোনও 'Expiry Date' নেই, ভারত-পাকিস্তান DGMO-পর্যায়ে কোনও বৈঠক হয়নি আজ
তীব্র দহন থেকে স্বস্তি, উত্তর থেকে দক্ষিণে দুর্যোগের আশঙ্কা, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?
কনটেনমেন্ট জোনে ফের লকডাউন, দেখে নিন কলকাতার যে এলাকাগুলি এর আওতায়...
বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে রাজ্যের সব কনটেনমেন্ট জোনে ফের লকডাউন
Continues below advertisement

কলকাতা: করোনা মোকাবিলায় কলকাতায় বাড়ল কনটেনমেন্ট জোনের সংখ্যা। পুলিশ সূত্রে খবর, ১৭ থেকে বেড়ে কনটেনমেন্ট জোনের সংখ্যা হয়েছে ২৮। এলাকা চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে। সিল করা হয়েছে বেলেঘাটা চালপট্টির একটি এলাকা।
এক ঝলকে দেখে নিন কলকাতার নতুন কনটেনমেন্ট জোনের তালিকা---
কনটেনমেন্ট জোন: ১১ নম্বর এলগিন রোড
কনটেনমেন্ট জোন: ২ নম্বর জাস্টিস মাধবচন্দ্র রোড
কনটেনমেন্ট জোন: শরৎ বসু রোড, চক্রবেড়িয়া রোড
কনটেনমেন্ট জোন: জওহরলাল দত্ত লেন, উল্টোডাঙা মেন রোড
কনটেনমেন্ট জোন: অধরচন্দ্র দাস লেন, উদিত চৌধুরী রোড
সুরেন সরকার রোড, বেলেঘাটা চালপট্টি রোড, খোদাগঞ্জ মেন রোড
কনটেনমেন্ট জোন: রামকৃষ্ণ নস্কর লেন, রাজা সন্তোষ রায় রোড
কনটেনমেন্ট জোন: আলিপুর রোড, জাজেস কোর্ট রোড
কনটেনমেন্ট জোন: বাগমারি রোড, মানিকতলা মেন রোড
কনটেনমেন্ট জোন: বিধাননগর রোড, হাডকো হাউজিং
কনটেনমেন্ট জোন: ২, ৪ নম্বর বিজয়গড়, নারকেল বাগান
কনটেনমেন্ট জোন: বাপুজি নগর, এন ব্লক নিউ আলিপুর
কনটেনমেন্ট জোন: পূর্বালোক-মুকুন্দপুর, সার্ভে পার্ক, সুইনহো লেন
কনটেনমেন্ট জোন: জিএস বোস রোড, ডি-এ ব্লক নিউ আলিপুর
Continues below advertisement
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে