মুম্বই : 'শের শাহ' (Shershaah) মুক্তি পাওয়ার পর থেকেই অসাধারণ সময় কাটাচ্ছেন বলিউড অভিনেতা সিদ্ধার্থ মলহোত্র (Sidharth Malhotra)। পরিচালক বিষ্ণবর্ধনের ছবি 'শের শাহ'-তে কার্গিল যুদ্ধে শহিদ এবং পরমবীরচক্র পুরস্কারে ভূষিত ক্যাপ্টেন বিক্রম বাত্রার জীবনী অনুসারে তৈরি ছবিতে অভিনয় করেন সিদ্ধার্থ। মূখ্য চরিত্রেই দেখা গিয়েছে তাঁকে। চলতি বছর স্বাধীনতা দিবসে দেশের মানুষের প্রতি এই ছবি নিঃসন্দেহে দারুণ উপহার। ক্যাপ্টেন বিক্রম বাত্রা (Captain Vikram Batra)। যিনি ১৯৯৯-এর কার্গিল যুদ্ধে পাকিস্তানী শত্রুদের নিধন করার সময়ে শহিদ হন। 



আরও পড়ুন - 'তুমি আমাকে চাও, আমিও তোমায়', প্রেমের স্বীকারোক্তি নুসরতের


বলিউড অভিনেতা সিদ্ধার্থ মলহোত্র সম্প্রতি তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে ছবি এবং ভিডিও পোস্ট করে জানিয়েছেন যে, তাঁর অভিনীত 'শের শাহ' ছবিটি হিমালয়ান ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হবে। আর সেই জন্যই তিনি উড়ে গিয়েছেন লাদাখে। পাশাপাশি তাঁর অভিনীত ছবির এম সম্মান পাওয়ায় নিজের আবেগ এবং অনুভূতি অনুরাগীদের সঙ্গে শেয়ারও করেছেন অভিনেতা। এবারই প্রথমবার আয়োজিত হয়েছে হিমালয়ান ফিল্ম ফেস্টিভ্যাল। 'শের শাহ' ছবিতে অসাধারণ অভিনয় করার ফলে সেখানে সংবর্ধনা দেওয়া হয়েছে সিদ্ধার্থ মলহোত্রকেও। ফলে সব মিলিয়ে দারুণ সময় কাটাচ্ছেন অভিনেতা।



আরও পড়ুন - Sidharth Shukla Update: সিদ্ধার্থ শুক্ল ছাড়াই কি হবে 'ব্রোকেন বাট বিউটিফুল' সিজন ফোর?


প্রসঙ্গত, গত মাসেই মুক্তি পায় সিদ্ধার্থ মলহোত্র অভিনীত ছবি 'শের শাহ'। ছবির কাহিনী থেকে ছবির গান, সবকিছুই দারুণ জনপ্রিয়তা পায়। পাশাপাশি ছবিটিও বক্স অফিসে সাফল্য পেয়েছে। হিমালয়ান ফিল্ম ফেস্টিভ্যালে 'শের শাহ' দেখানোর খবরকে দারুণভাবে তুলে ধরে ধর্মা মুভিজ। ধর্মা প্রোডাকশনের পক্ষ থেকে তাদের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজে সিদ্ধার্থ মলহোত্রর ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, 'আমাদের শের শাহ এই মুহূর্তে লাদাখে রয়েছেন হিমালয়ান ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দেওয়ার জন্য। সেখানেই দেখানো হবে 'শের শাহ' ছবিটি। সত্যিই এই জীবন সবসময়ই অনেক বেশি কিছু চায়।'