মুম্বই: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত জনপ্রিয় টেলিভিশন তারকা সিদ্ধার্থ শুক্লা। বয়স হয়েছিল মাত্র ৪০ বছর। সূত্রের খবর অনুযায়ী,  বুধবার রাতে ঘুমের সময় ওষুধ খেয়েছিলেন তিনি। এরপর আর ঘুম ভাঙল না অভিনেতার।  মুম্বইয়ের কুপার হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হলেও কোনও লাভ হয়নি ৷ চিকিৎসার কোনও সুযোগই পাওয়া যায়নি। পোস্টমর্টেমের পর জানা যাবে মৃত্যুর আসল কারণ। এমনটাই জানিয়েছে মুম্বই পুলিশ।


কিন্তু অভিনেতা সিদ্ধার্থ শুক্লার জীবনের গ্রাফ ঠিক কেমন ছিল? চলুন একবার চোখ রাখা যাক সেদিকে।


সিদ্ধার্থ শুক্লা মুম্বইয়ের একজন ভারতীয় টেলিভিশন অভিনেতা মডেল এবং উপস্থাপক ছিলেন। তিনি ২০০৮ সালের ধারাবাহিক 'বাবুল কা অঙ্গন ছুটে না'য় অভিনয়ের মাধ্যমে টেলিভিশন জগতে অভিষেক করেছিলেন। তারপর তিনি 'লাভ ইউ জিন্দেগী', 'বালিকা বধূ' এবং 'দিল সে দিল তাক'-এর মতো ধারাবাহিকের মূল চরিত্রে অভিনয় করার মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। এছাড়াও তিনি ঝলক দিখলা যা , ফিয়ার ফ্যাক্টর, খাত্রোঁ কে খিলাড়ি এবং বিগ বস -এর মতো রিয়্যালিটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। এর মধ্যে ফিয়ার ফ্যাক্টর ও খাত্রোঁ কে খিলাড়িতে তিনি জয়লাভ করেছিলেন।


পরিচালক ও প্রযোজন করণ জোহরের হাত ধরে সিদ্ধার্থ ধর্মা প্রোডাকশনের ছবি 'হাম্পটি শর্মা কি দুলহনিয়া'য় অভিনয় করার মাধ্য়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন। এই ছবিতে অভিনয়ের জন্য বহু সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিলেন এবং ২০১৫ সালে তিনি সেরা নবাগত পার্শ্ব চরিত্র বিভাগে স্টারডাস্ট পুরস্কার জয়লাভ করেছিলেন।


সিদ্ধার্থ শুক্লা মুম্বইয়ের সেন্ট জাভিয়ার্স হাই স্কুল থেকে তার স্কুল পড়াশোনা করেছিলেন এবং পরবর্তীতে রচনা সংসদ স্কুল অফ ইন্টিরিয়র ডিজাইন থেকে ইন্টেরিয়র ডিজাইনে ডিগ্রি অর্জন করেন। একবার এক এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন যে, তিনি ছোটবেলায় খেলাধুলো ভালোবাসতেন এবং টেনিস এবং ফুটবল খেলায় তিনি তার স্কুলের প্রতিনিধিত্ব করেছিলেন।



সিদ্ধার্থ শুক্লার আকস্মিক মৃত্য়ুতে শোকস্তব্ধ তাঁর ভক্তরা  ও গোটা বলিউড।