নয়াদিল্লি: ওয়েব সার্ভিস সংস্থা 'ইয়াহু' (Yahoo!) প্রকাশ করল এই বছরের 'ইয়ার ইন রিভিউ ২০২১' (Year in Review 2021)। তাঁদের এই বছরের রিপোর্ট অনুযায়ী চলতি বছরে, প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্ল (Siddharth Shukla) ইন্টারনেটে সবচেয়ে বেশি সার্চ হওয়া পুরুষ তারকা (most searched male celebrity of the year)। ২০২১ সালের ২ সেপ্টেম্বর, মৃত্যু হয় টেলিজগতের অন্যতম জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ শুক্লর।


'বিগ বস' (Bigg Boss) রিয়েলিটি শোয়ে প্রবলভাবে সাধারণ মানুষের মনে জায়গা করে নেন সিদ্ধার্থ শুক্ল। প্রসঙ্গত 'বিগ বস'-এর সঞ্চালক হচ্ছেন সলমন খান (Salman Khan)। এদিকে সবচেয়ে বেশি সার্চ হওয়া পুরুষ তারকার তালিকায় সিদ্ধার্থের পরেই সলমন খানের নাম। 


আরও পড়ুন: Katrina-Vicky Wedding Update : বেইজ রঙা স্যুটে ফুলেল ডিজাইন, ইন্টারনেটে ঝড় তুলছে ভিকির বিয়ের পোশাক


সলমন খানের পরে, কিন্তু খুব অল্প ব্যবধানে তৃতীয় স্থানে রয়েছেন তেলুগু অভিনেতা অল্লু অর্জুন (Allu Arjun)। চতুর্থ স্থানে প্রয়াত কন্নড় অভিনেতা পুনিত রাজকুমার (Puneeth Rajkumar) ও কিংবদন্তী অভিনেতা, প্রয়াত দিলীপ কুমার (Dilip Kumar)।


অন্যদিকে সবচেয়ে বেশি সার্চ হওয়া মহিলা তারকার তালিকায় (most searched female celebrities of 2021) এই বছর শীর্ষে রয়েছেন করিনা কপূর খান (Kareena Kapoor Khan)। দ্বিতীয় সন্তান অর্থাৎ জে-র জন্য গর্ভাবস্থায় তিনি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন। এরপর জে-র জন্ম ও বেড়ে ওঠায় সাধারণের আগ্রহ তো আছেই। 


জে ও তৈমুরের বিভিন্ন মুহূর্তের ছবি পোস্ট করে তাঁর  ইনস্টাগ্রাম থেকে অনুরাগীদের চোখ ফেরাতেই দেন না তিনি। অন্যদিকে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। ভিকি কৌশলের সঙ্গে তাঁর বিয়ের আপডেটের (Vicky Kaushal - Katrina Kaif Marraige) দিকেই এখন গোটা দেশ তাকিয়ে। এরপরে তালিকায় রয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra), আলিয়া ভট্ট (Alia Bhatt) ও দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)।


২০২১ সালের ইয়াহু 'ইয়ার এন্ডার'-এ 'দ্য বিগেস্ট নিউসমেকার' (The Biggest Newsmaker), অর্থাৎ খবরের শিরোনামে দ্বিতীয় স্থানে জায়গা পেয়েছে মাদক কাণ্ডে শাহরুখ পুত্র আরিয়ান খানের গ্রেফতারি।