মুম্বই: এক বছরের ব্যবধানে সম্ভাবনাময় অভিনেতাকে অকালে হারাল মায়ানগরী। বৃহস্পতিবার সকালে কুপার হাসপাতাল থেকে আসা দুঃসংবাদ যেন এক মুহুর্তের জন্য মনে করিয়ে দিল ২০২০ সালের ১৪ জুনের কথা। সেদিনও মুম্বইয়ের সকাল হয়েছিল সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুসংবাদে। আর আজ, আরও এক তারকাকে হারাল রুপোলি পর্দা। সিদ্ধার্থ শুক্ল।


বেলা গড়াতেই দুঃসবাদ। মায়ানগরীর যেন অভ্যাসে পরিণত হচ্ছে অকালমৃত্যু। মুম্বইয়ের কুপার হাসপাতালে প্রয়াত ছোটপর্দার সিদ্ধার্থ শুক্ল। ৪০ বছরেই থেমে গেল এক সম্ভাবনাময় অভিনেতার জীবন। হঠাৎ পাওয়া দুঃসংবাদে শোকস্তব্ধ বলিউড থেকে শুরু করে টলিউড। ৪০ বছরেই হৃদরোগ, হার্ট অ্যাটাক! অনেকেই মেনে নিতে পারছেন না, তরতাজা, হাসিমুখের ছেলেটা আর নেই। 


১৪ জুন, ২০২০। ঠিক এক বছর আগে এই দিনেই হঠাৎ একটা খবরে তোলপাড় হয়েছিল সংবাদমাধ্যম। কয়েক মুহূর্তের মধ্যেই মায়ানগরী ছাড়িয়ে দুঃসংবাদ ছড়িয়ে পড়ে গোটা দেশে। বান্দ্রার সুসজ্জিত ফ্ল্যাটের ঘর থেকে তখন দেহ উদ্ধার করতে পুলিশ। গলা গাঢ় হয়ে বসে যাওয়া ফাঁসের দাগ, নিথর সুশান্ত সিং রাজপুতের দেহ। মাত্র ৩৪ বছর বয়সে থেমে গিয়েছিল বলিউডের এক জনপ্রিয়, সম্ভাবনাময় নায়কের জীবন। এক বছর পেরিয়ে এখনও সুশান্তের কথা মনে পড়লে গলা বুজে আসে অনেক অনুরাগীর। 


সুশান্তের মৃত্যুশোক ভুলতে না ভুলতেই আরও এক দুঃসংবাদ। সিদ্ধার্থের পরিবার ও পুলিশের তরফে অবশ্য জানানো হয়েছে, শারিরীক সমস্যার কারণেই মৃত্যু হয়েছে সিদ্ধার্থের। আজ সিদ্ধার্থের মৃত্যুর পর সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে সিদ্ধার্থ ও সুশান্তের একসঙ্গে তোলা পুরনো একটি ছবি। এক ফ্রেমে একে অপরের দিকে তাকিয়ে হাসছেন দুই তারকা। একটি ফ্যানপেজ থেকে পোস্ট করা হয়েছে এই ছবিটি। সেখানে লেখা হয়েছে, 'কিংবদন্তিরা কিছু না বলেই চলে যান।'


কর্ণ জোহরের হাত ধরে বলিউডে পা রাখেন ছোটপর্দার জনপ্রিয় মুখ সিদ্ধার্থ। ২০১৪ সালে ‘হাম্পটি শর্মা কি দুলহনিয়া’ ছবিতে আলিয়া ভট্ট এবং বরুণ ধবনের সঙ্গে অভিনয় করেছিলেন তিনি। সম্প্রতি ‘ব্রোকেন বাট বিউটিফুল’ ওয়েব সিরিজেও অভিনয় করেছিলেন তিনি। পাশাপাশি 'বিগ বস'ও 'খতরো কি খিলাড়ি'-র সিজন ৭ -এ বিজয়ী হয়েছিলেন সিদ্ধার্থ। 'বালিকা বধূ'-সহ একধিক জনপ্রিয় ধারাবাহিকে দর্শকদের মন কেড়েছিল সিদ্ধার্থের অভিনয়। 


 


[tw]

[/tw]